ভালোবাসার ভিন্ন ভিন্ন নাম থাকলেও অনন্য এক নাম হলো অভিমান। অভিমান ছাড়া কী ভালোবাসা জমে কখনো? জমে না এই অভিমান ঘিরে আরম্ভ অরনিয়ার জীবন বৃত্তান্ত। যার মূল হৃদয় সঙ্গমকারী এক ব্যক্তি। বদরাগী চিত্রকার যাকে সে দুচোখে সহ্য করে। যাকে আমরা দুচোখে সহ্য করতে পারি না পরিণয়ে সেই ব্যক্তি কে চোখে হারায়। অরনিয়ার বদরাগী মেজাজী একমাত্র অভিমানের ঢেউ উজারকারী ব্যক্তি রিজওয়ান মাহবুব। তারা পরিপূরক, তারাই একে অপরের মাঝে বিলীন। রিজওয়ান তার হৃদয়ের সর্বনাশকারী রমণী কে সর্বদা লুকিয়ে বুক পিঞ্জারার আবদ্ধ রাখতে চেয়েছে। তার কার্যসিদ্ধি সফল করতে সে নিজেই একশোতে একশ। এমন পুরুষই কাম্য অরনিয়ার।
লেখিকার প্রথম ই বুক হিসেবে ভালো লেখনি।মার্জিত ছিল। আপনার জন্য শুভ কামনা। ইনশাআল্লাহ একদিন আরো ভালো কিছু আমাদের উপহার দিতে পারবেন।🥰
Read all reviews on the Boitoi app
পুরো ই-বুক টা খুবই সুন্দর হয়েছে লেখনিটা অনেক চমৎকার আমি আপনার গল্প বলতে গেলে নতুন পড়া শুরু করেছি আপনার লেখাগুলো সত্যি চমৎকার হয় এই ই-বুক টাও তেমন হয়েছে চরিত্র গুলো ও বেশ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন
মাশাআল্লাহ এই প্রথম কোনো লেখিকার গল্প পড়েছি। যেমন থ্রিলিং তেমন রোমান্টিক ও। ভালো লেগেছে লেখিকার লেখনীর ধরণ ও ইউনিক। আশা করি আপনি আরো এগিয়ে যান সেই দোয়া রইল। প্রথম বার পড়লাম। আপনাকে শুভেচ্ছা গল্প ভালো লেগেছে অনেক। রিজওয়ানের সাইকো দিকটা আমার পার্সোনালী খুব পছন্দ হয়েছে। অরনিয়ার বাচ্চামো ও যেমন স্ত্রী হিসেবে ও সে বেস্ট। থ্যাংকিউ রাইটার কে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ আপু আমি আপনার নতুন পাঠিকা। আপনার লেখনী অসাধারণ। ভালো লেগেছে পড়ে। বিশেষ করে আমার প্রিয় রিজওয়ান এর সেই একটা ডায়লগ 'প্লিজ! লুক এট মাই আইস!' আপুউউউউ গো রিজওয়ান এর এই একটা লাইন যেনো হার্ট বিট বাড়িয়ে দেয়। সোনিয়ার সাথে ঠিক কাজ করেছে মৌরাজ। এটা বেশি উড়ছিল রিজওয়ান এর পেছন পেছন। সে তো আর জানে না এক নারীতে আসক্ত পুরুষ ভয়ংকর। অরনিয়ার ক্যারেক্টার যেমন ছিল তেমনি আছে এক কথায় জোস জুটি একটা। রিজওয়ান এর তো সাবান নিয়ে সমস্যা 😝। কী অদ্ভুত কান্ড না ঘটালো। গল্পটা পুরো না পড়লে তার রহস্য ভেদ করা যাবে না মোটেও। কারণ এখানে শত্রু কে মিত্র কে বোঝা কঠিন! সবচেয়ে বড় কথা ইয়ামান আর আদিতা এদের কে যে আবারো ফিরে পাবো আশা করি। থ্যাংকিউ আপু সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। ♥️♥️♥️♥️♥️
অনেক ভালো লাগল😍