'এই শহরে শিউলি ফোটে' একটা অসম প্রেমের উপন্যাস। মায়ের বান্ধবীর সঙ্গে ছেলের প্রেম। প্রেম থেকে বিয়ে, সংসার তারপর আবার আকস্মিক হারিয়ে যাওয়া। এই বইয়ের সমস্তকিছুই একটা ঘোরের মতন মনে হবে পাঠকের কাছে। মনে হবে বইটা পড়তে পড়তে তারা কোনো একটা ঘোরের মধ্যে আটকে গেছে। মনে হবে প্রত্যেকটা চরিত্র তাদের চোখের সামনে স্পষ্ট ভাসছে, রীতিমতো জীবন্ত হয়ে উঠছে।