কী এমন হয়েছিল যার কারণে ছোটো বোনের হোমটিউটর লাবণকেই বিয়ে করতে হলো গুঞ্জার? কেনই বা ঘটনার গতি ধারা এভাবে প্রতিকূলে মোড় নিয়েছিল? একটা ভুলবোঝাবুঝি, মুহুর্তেই পাল্টে গেল সবকিছু। অতঃপর …… “একবার আমি নিজেকে নির্দোষ প্রমাণ করি তারপর ওই বদমাইশকে দিনে তাঁরা আর রাতে সূর্য দেখিয়ে ছাড়ব। সাথে তোকেও এই অপ্রত্যাশিত বিয়ের বন্ধন থেকে মুক্তি দিয়ে দেব।“ শেষপর্যন্ত গুঞ্জা কি পেরেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করতে? বেজেছিল কি গুঞ্জা এবং লাবণের বিয়ে নামক তানপুরায় সুরেলা প্রেমের ধ্বনি। নাকি জং ধরে অকেজো হয়ে গিয়েছিল সেই তানপুরা?