মানুষের জীবনে দুটো দিক। একটা আলো অন্যটা অন্ধকারের। আমাদের এ গল্প কুত্তা-তালেবের অন্ধকার জীবনকে কেন্দ্র করে। তালেব, যার জন্মের কোনো ঠিক নেই, নোংরা কাপড়ের পুঁটলিতে জড়িয়ে কে বা কারা তাকে ফেলে গিয়েছিল কমলাপুর স্টেশনে। তাকে উদ্ধার করে কামরুল, পরবর্তী জীবনে তালেবের ভাষায় যাকে আমরা চিনি ‘কামরুল জানোয়ারের পুলা’ হিসাবে। ছন্নছাড়া এবং মানুষরূপি পিশাচ কামরুলের সংস্পশে ধীরেধীরে বেড়ে ওঠে তালেব। ছোটবেলা থেকে কোনো এক রহস্যময় কারণে পথ-কুকুরদের ওপর বিতৃষ্ণা তালেবের। তাই সুযোগ পেলেই সে কুকুরদের ইট ছুঁড়ে মারে, কখনো-বা বিষ খাইয়ে মেরে ফেলে। এ-কারণে তালেবের নামের সঙ্গে মানুষ জুড়ে দেয় ওই ‘কুত্তা’ শব্দটা, সব মিলিয়ে তার নাম হয়ে দাঁড়ায় ‘কুত্তা-তালেব।’ তারপর, কোনো এক বিপন্ন মুহূর্তে তালেব এক দিন জানতে পারে রহস্যময় এক পীরবাবার সেই রোমহর্ষক ভবিষ্যৎবাণী, ‘তর শইলে মিত্যুর ছায়া। তুই বিষ খায়া মরবি।’ শুনে ভীষণ চমকে ওঠে কুত্তা তালেব। প্রিয় পাঠক, কুত্তা তালেবের বয়ানে তার অন্ধকার জীবনের গল্পে আপনি স্বাগতম। গল্পটি ডার্ক এবং কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য।
বই পড়া যাচ্ছে না
Read all reviews on the Boitoi app