মাসুম, তোমার কী হইছে। বলবা? " তার পাশে চেয়ার টেনে বসল মিনা। মাসুম উত্তর দিল না। সেকেন্ডখানেকের অর্থহীন একটা দৃষ্টি ফেলে আবার খেতে লাগল। মিনা কিছু বুঝতে পারছে না মাসুমের কাণ্ডকারখানা। সে এত পেটুক কখনোই ছিল না। সুস্বাদু খাবার পছন্দ করলেও খাবার নিয়ে এত আদিখ্যেতা কখনোই বাড়াবাড়ি পর্যায়ে ছিল না। আর তাছাড়া খাবার নিয়ে কিছু শুচিবাইও আছে তার। যেখানে সেখানে খাবার খেতে একদম পছন্দ করে না মাসুম। রাঁধুনি বুয়া দেখে পরিচ্ছন্ন মনে না হলে বিদায় করে দিত যেই লোক সেই লোক খাবার দেখলেই হামলে পড়ছে। কী বিচ্ছিরি! কী নোংরা! " তুমি ডাক্তার দেখাও মাসুম। তোমার বড় সমস্যা হইছে আমার মনে হয়। " " আমার খালি খাইতে মন চায়। কী হইছে বুঝতাছি না। " তবে মিনার বিস্ময় আতংকে রূপ নিল যেদিন মাসুমকে সে মাঝরাতে আবিষ্কার করল ময়লার বালতির পাশে৷ খুঁটে খুঁটে ফেলে দেয়া বিরানীর হাড়গোড় চিবুচ্ছিল মাসুম।
প্রতিটি গল্পই সুন্দর। মুনীরা কায়ছানের লেখার স্টাইল, গল্প বলার কৌশল আর প্লট, সবকিছুই ব্যতিক্রমী। তাঁর লেখার একজন নিয়মিত পাঠক হিসেবে বলতে পারি সাতটি গল্পই নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। তবে ম্যানিকিন একটু বেশি পরাবাস্তব, আর সারমেয়…গল্পটি ঠিক যেন জমে ওঠার আগেই শেষ হয়ে গেছে। বাকিগুলো যাকে বলে কমপ্লিট ছোটোগল্প। ধন্যবাদ আরেকবার এমন গল্পের জন্য।
Read all reviews on the Boitoi app