ফুলের অনুরূপ সুন্দরী যুবতী জিনিয়া। যে কী না সর্বদা আঁধারকে এড়িয়ে বেড়ায়। ছুটে চলে আলোর আশায়। জীবনে চলার পথে এক টুকরো আলো মনে করে, নিজের সর্বোচ্চ ভালোবাসায় দলিল বদ্ধ হয় আলভী নামের এক পুরুষের সাথে। অথচ যাকে সে আলোর অনুরূপ মনে করে ভালোবাসল, সেই কী না অন্ধকার রাজ্যে'র এক রাজপুত্র। অন্ধকার রাজ্যের রাজপুত্র, ফুলের জীবনে রোমিও হয়ে ধরা দিবে কি? জানতে হলে পড়তে হবে "রোমিও" গল্পটি।
অসম্ভব সুন্দর লেখনি আপুর। নৌশি আপুর গল্প পড়তে কখনোই বিরক্তি ভাব আসে না। এতোটাই ভালো লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না। এই গল্পটি ও আমার অনেক প্রিয় হয়ে থাকবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। ভালেবাসা রইলো তোমার জন্য ❤️❤️
Read all reviews on the Boitoi app
গল্পটা অনেক ছোট হয়ে গিয়েছে।
সুন্দর
সুন্দর হয়েছে তবে আর একটু বড় হলে ভালো লাগতো
আপুউউউ সত্যিই অনেক সুন্দর হয়েছে গল্পটা,, নামের মতোই রোমান্টিক,, আর আলভী তো পাক্কা রোমিও,, জিনিয়াও কম যায় না,, বইয়ের নাম আর গল্প একেবারে খাপে খাপ 😁 সব গল্পই ছোট মনে হয় শুধু, একটু বড় করে দিও তো আপু,,, ভালোবাসা আপু ❤️🌸
অসম্ভব সুন্দর লেগেছে গল্পটা। আলভী আর জিনিয়া জুটি খুব খুব সুন্দর লেগেছে। জিনিয়ার প্রতি আলভির আসক্তি মন ছুঁয়ে গিয়েছে। জিনিয়া কে সুন্দর সুন্দর নামে আলভীর ডাক খুব সুন্দর ছিল। নিজের ক্ষমতা ছেড়ে খারাপ পথ থেকে বেরিয়ে এসে জিনিয়ার সাথ দেওয়া খুব ভালো লেগেছে। লেখিকার আগামীর জন্য শুভ কামনা ও ভালোবাসা ।
অনেক সুন্দর হয়েছে "রোমিও" গল্প টা নৌশি আপিলার লেখা মানেই অসাধারণ। রোমিও ( আলভী) আর তার জুলিয়েট (জিনিয়া) কে নিয়ে লেখা গল্প টা পুরোই রোমান্টিজম এ ভরপুর আর মাঝে মধ্যে আলভীর বলা কয়েকটা উক্তি মারাত্মক লাগে পড়তে। আলভী 🪅 জিনিয়া " ইউ হ্যাভ টু পানিশমেন্ট। ইউ হ্যাভ টু পানিশমেন্ট, ডিয়ার হট চিলি । সী ইউ ভেরি সুন।" "আমার ফুল হয়ে থেকে যান জিনিয়া, কথা দিলাম, কখনো ঠকাব না।" "জিনিয়া,আমার ফুল,আমার ভালোবাসা। আপনাকে ভালোবাসি।" "আলভী আপনাকে সুযোগ দিয়েছিল জিনিয়া। আপনি সেই সুযোগ টি নেন নি। আলভী'র ভালোবাসা গ্রহন করেছেন। এখন থেকে আপনি চলে যেতে চাইলেও, আলভী আপনাকে চলে যেতে দিবে না। কথা দিলাম। কথা দিলাম নীলাঞ্জনা। কথা দিলাম আপনাকে।" আরও নতুন নতুন জুটিএর বা পুরোনো জুটির প্রেমের কাহিনীর অপেক্ষায় রইলাম। ভালোবাসা 🫶❤️😍
Ank sundur hoise ak alada doroner chilo,, ar noushi apu r golpo manei oshadarun,, ta bolar dorkar pore na 🖤🖤
পড়ার আগেই রিভিউ দিয়ে গেলাম 😌 কারন আমি জানি নৌশির লেখা মানেই বেস্ট 🤍 নৌশি আপু আর তার লেখার উপর পুরো বিশ্বাস আছে আমার, এটাও বেস্ট হবে ☺️ পড়ার পরে আবার রিভিউ দিবো ইনশাআল্লাহ ☺️🤍
অসম্ভব সুন্দর হয়েছে গল্পটা। রোমিও আর জুলিয়েটের প্রেমকাহিনী পড়ে মুগ্ধ হলাম, সেই সাথে আরো একবার লেখিকা আপুর লেখনীর প্রেমে পড়ে গেলাম❤️ মিষ্টি মেয়ে জিনিয়া, সে তার জীবনের প্রথম ভালোবাসায় ঠকে গিয়েছিল। এরপরই আলভী নামক পুরুষটি তার জীবনে আসে। আলভীর জীবনের ফুল হলো জিনিয়া। সেই ফুলকে ভালোবেসে আলভী নামক পুরুষটি তার জীবনের ভুলগুলো শুধরিয়ে নিয়ে পা বাড়ায় এক নতুন জীবনের পথে। সবমিলিয়ে অনেক অনেক সুন্দর ছিল গল্পটা 🥰 লেখিকা আপুর আগামীর জন্য শুভকামনা রইল ❤️💝