ধীরে ধীরে আমি অনুভব করলাম যে পুরোনো প্রত্যাশাকে আমি ভীষণ ভাবে মিস করছি। ওর ক্ষ্যাপানোর স্বভাব, ঠোঁট চেপে দুষ্ট হাসি। আমাকে দেখামাত্র চোখের দৃষ্টিতে দুষ্টমি কিলবিল করা সবকিছু আমি ভীষণভাবে মিস করছি। প্রত্যাশা হয়তো জানেও না যে আমার সবকিছু এখন ও'কে জুড়ে। আমার পছন্দের প্লে লিস্ট টা যখন বাজে তখন চোখ বন্ধ করে কল্পনায় ও'কে দেখি। কলিংবেলের শব্দ পেলে তটস্থ হয়ে যাই। প্রতিদিন ছাদে যাই। ওর সঙ্গে আমার হঠাৎ হঠাৎ দেখা হয়। ওর বাইরে যাবার রুটিন টা আমার মুখস্থ। ইচ্ছে করে তখন আমিও বাইরে যাই। সিড়ির কাছে আমাদের দেখা হয়। আমি ওর দিকে অপলক তাকিয়ে থাকি, তবে ওর দৃষ্টি থাকে অবনত।
Onnorokom sundor golpo. Porte porte kanna chole aschilo. Khub sundor.
Read all reviews on the Boitoi app
Darun
অসাধারণ সুন্দর হয়েছে গল্প টা
অনেক সুন্দর.......
গল্পটা আমার কাছে কাঠগোলাপের মতোন মিষ্টি লেগেছে🌸🤍
মিষ্টি প্রেমের গল্পটা বেশ ভালো লাগলো।
প্রিয় একটা গল্প
মিস্টিময় ভালবাসার গল্পখানি আমার অনেক অনেক প্রিয়। একাধিকবার পড়েছি। তবু ভালো লাগা কমে না। হয়তো সাদামাটা তবু অনেক সুন্দর। ঠিক যেন কাঠগলাপের মতো। ❤️❤️
ভীষণ প্রিয় প্রত্যাশা আর নিলয়ের গল্প!
নিলয়ের মনটা জানার ইচ্ছা ছিলো। সেটুকু জানা হওয়ায় খুব ভালো লাগলো।❤️❤️