"শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা হলো সেই ফুল, যা হৃদয়ের মাটিতে চারা দিয়ে ফুটে ওঠে। তোর প্রতি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারণ শব্দ কখনোই তোর প্রতি আমার গভীর ভালোবাসা প্রকাশ করতে পারবে না। তোর প্রতি আমার ভালোবাসা শুধু মূহুর্তের জন্য নয়, বরং চিরকালীন। তোর হাতের স্পর্শে, তোর কথা, তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্তে আমি সুখের সন্ধান পাই। আমি যখনি তোর চোখের দিকে তাকাই, মনে হয় আমার হৃদয় এক গভীর প্রশান্তি খুঁজে পায়। তুই আমার সবটা জুড়ে মিশে আছিস। তুই না থাকলে আমি অসম্পূর্ণ। তুই আমার হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। আমার হৃদয় জুড়ে তুই। শুধুই তুই।”
অনেক ভালো লেগেছে গল্পটা।
Read all reviews on the Boitoi app
সুন্দর