ফারাজ, বেলা দুজন আবারও নিরব। রাস্তার দিকে কিছুক্ষণ পরপর হর্ন বাজছে আর বাতাস বইছে এই শব্দগুলো ছাড়া আশেপাশে আর সেরকম কোন শব্দ নেই। বেলা হঠাৎ বলে উঠল, “একটা কথা বলি?” “বলো।” “তোমাকে কয়েকদিন হলো একটা কথা বলা হয় না।” “ বলো শুনি।” বেলা মুখ উঁচিয়ে ফারাজের দিকে তাকালো। স্নিগ্ধ গলায় বলল, “ভালোবাসি তোমাকে, ডাক্তার সাহেব।” ফারাজ বেলার চোখের দিকে তাকালো। কপালে চুমু দিয়ে বলল, “আপনার ডাক্তার সাহেবও আপনাকে ভালোবাসে।” বেলা লজ্জা পেয়ে আকাশের দিকে তাকালো। আজ আকাশে বড় একটা চাঁদ উঠেছে। তাকে ঘিরে মেলা বসিয়েছে অসংখ্য তারা। পুরো আকাশ জ্বলজ্বল করছে। বেলা তর্জনী দিয়ে চাঁদকে ইশারায় দেখিয়ে বলল, “আজকের আকাশের চাঁদটা অসম্ভব সুন্দর তাই না?” ফারাজ আকাশের দিকে তাকালো। পরক্ষণেই সেখান থেকে চোখ সরিয়ে বেলার দিকে তাকালো। মুহূর্ত কয়েক এক পলকে চেয়ে রইল সে বেলার দিকে। একটা প্রলম্বিত শ্বাস ফেলে মৃদু গলায় বলল, “হু, আমার পাশের চাঁদটা।” বেলা অবাক হয়ে শুধালো, “পাশের চাঁদ!?” ফারাজ ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, “হ্যাঁ, তুমি।” বেলা হেসে ফারাজের বুকে মুখ লুকোলো। ফারাজ আলতো করে স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে বলল, “আকাশে চাঁদ আর পাশে মানব চাঁদ থাকলে সেই সময়টা উপভোগ করাকে কী বলে জানো?” বেলা জানতে চাইল। ফারাজ বেলার মাথার সাথে গাল ঠেকিয়ে বলল, “প্রেমবিলাস। আমাদের এখন প্রেমবিলাসের মৌসুম চলছে।”
মাশাল্লাহ। ভীষণ ভালো লেগেছে গল্পটা তামাপু। দারুন একটা কাহিনি ছিল। এক কথায় চমৎকার! 😌 বেলা আর ফারাজকে আগে থেকেই জানি।কিন্তু ওদের সংসার কাহিনি জানা হয়নি। এটার মধ্যে জানতে পেরে ভালে লাগলো খুব। গল্পের প্রত্যেকটা চরিত্র ভীষণ চমৎকার ছিল।সবাই কি আন্তরিক। কি সুন্দর! বিশেষ করে বেলা,ফাহমিদা বেগম এবং মুহিব সাহেব। তাদের বন্ডিং এতো সুন্দর ছিল! আমার দারুন লাগছে। তারপর আরও কিছু কিছু কাহিনি ছিল সেগুলোও ভালো লাগছে। আর ফারাজ এবং বেলার বন্ডিং নিয়ে তো কোনো কথাই হবে না। ফারাজ এতো ভালোবাসে বেলাকে! জাস্ট অসাধারণ। 😌 একটা ডির্ভোসী মেয়েকে যে একটা ছেলে এতো সুন্দর ভাবে আগলে রাখতে জানে তা হয়তো ফারাজকে না দেখলে জানতামই না। অটুট থাকুক ওদের ভালোবাসা। 😌🫶 তুমিও ভালোবাসা নিও তামাপু। গল্পটা দারুন ছিল। ভীষণ ভালো লাগছে। আর তোমাকেও ভালোবাসা এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। 😌🫶 রেটিং:৫/৫ আহানা 🖤🥀
Read all reviews on the Boitoi app
তানিয়া আপুর লেখা মানেই আমার ভাললাগা।আর ফারাজ আর বেলা তো খুব পছন্দের জুটি।সব মিলে পরে দারুণ লেগেছে আমার।❤️❤️
সুন্দর ❤️
💙🥀 অসাধারণ একটি গল্প লিখেছেন আপু