❝বুনোফুল, আমি শুধুই তোমার সুধায় মাতোয়ারা, তোমাতে বিলীন। সারজিস মল্লিক শুধু তার তৃষ্ণাকেই তৃষ্ণার রূপে বরণ করেছে। আমি এক তৃষিত প্রেমিক, তোমার ভালবাসার স্বপনে যেন তৃষ্ণার হরদম বিলাস। তোমার প্রেমের সুধায় নিবারণ হোক এই অগাধ তৃষ্ণা। ভালোবাসি বলবে না ঠিক আছে। ভালোবাসতে তো দিবে?❞ তৃষ্ণা রাগ করার কথাও ভুলে গেছে যেন। এতো পাগলামি কীভাবে করে একটা মানুষ? দুই ভাই যেনো একই মুদ্রার আলাদা আলাদা পিঠ। তবুও রক্ত তো একই!
বাকি গল্প দিবেন কবে..?? কাহিনী শেষ না হলে ভালো লাগে না।
Read all reviews on the Boitoi app
মানে এইরকম আধা আধি কাহিনির মানে কি? গল্পটা শেষ করবেন কবে?
খুব খুব ভালো হয়েছে গল্পটি মন ছুয়ে দেওয়ার মত