“তোমার অতীত জানতে চেয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম?” “তোমার দ্বারা কখনো কষ্ট পেলেও সেটাকে সাদরে গ্রহণ করে নিবো, বিদেশিনী।” “এত বেশি ভালোবেসো না, জান। ধোঁকা খেলে সহ্য করতে পারবো না।” “তুমি আমার সেইজন যেজন ছাড়া বৃথা এ জীবন।” ইনায়া মুখে হাত দিয়ে হাসলো। নীলাভের গালে আলতো হাত বুলিয়ে বলল, “জান, নারী আর ফুল দুটোই এক শব্দে বাঁধা। ফুল যেমন গাছে খুব যত্নে থাকে। তেমনি নারীও যেখানে যত্ন পায় সেখানেই থেকে যায়।” নীলাভ এক নজর তাকালো ইনায়ার দিকে। ইনায়া প্রথমে হাসলেও পরক্ষণেই এবার মুখ গোমড়া করে বলল, “তুমি কিন্তু বার বার আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছো। বলতে না চাইলে বলবে না কিন্তু এভাবে এড়িয়ে যাওয়া আমার পছন্দ না।” নীলাভ দীর্ঘশ্বাস ফেলে বলল, “সময় হোক বলবো। আমার জীবনের সব সূত্র এলোমেলো হয়ে আছে। যেদিন মাইনাসে মাইনাসে প্লাস করে ফেলতে পারবো, সেদিন তুমি সব জানবে।” ইনায়া বুঝলো না কথাটার মানে। কী আছে কথাটায়? রহস্য নাকি অন্য কিছু? নাকি কোনো কঠিন সত্য? যে সত্য সহ্য করার ক্ষমতা থাকবে না। কী জানি...?
Onk sundor tbe ami chai aita niye ar akta pricched koro boitoi ba tmr fb page plzzzz oikhane oder mil kre dio plzzzz💞🫠
Read all reviews on the Boitoi app