রিংটোনের শব্দে পকেট থেকে ফোন বের করলো কলরব। মায়ের কল দেখে একটু দূরে গিয়ে কল রিসিভ করলো সে। মিসেস আলেয়া কল ধরতেই কান্নাকাটি শুরু করলেন। এটা এখন রোজকার রুটিন হয়ে দাড়িয়েছে। কলরব মায়ের সাথে কথা বলতে বলতে বাড়ির বারান্দার দিকটায় এসে দাড়ালো। অন্ধকার হওয়ায় কেউ তাকে নোটিশ করে নি৷ পারিজাত মণিকে কলরবের রুমে ঢুকিয়ে দিয়ে বিজয়ী ভঙ্গিতে হাসলো। এবার এই লোক আচ্ছা মতো জব্দ হবে। “কাজটা ঠিক হচ্ছে না পরী! উনি আমাদের বাড়ির গেস্ট। এভাবে উনাকে বিপদে ফেলা মোটেও উচিত হচ্ছে না।” “উফফ আপু! কিচ্ছু হবে না। উনি আমেরিকায় বড় হয়েছেন। এসব ওয়ান নাইট স্ট্যান্ড উনাদের কাছে দুধভাত। তাছাড়া উনি তো আর সারাজীবন এখানে থাকবেন না। তাই কে কি বললো সেসবে উনার উপর কোন প্রভাব পড়বে না। আর আমাদের কাজটাও সহজ হয়ে যাবে। তুমি এতো ভেবো না তো!” এদিকটা নিরিবিলি হওয়ায় পারিজাতের প্রত্যেক টা কথা স্পষ্ট শুনতে পেলো কলরব। রাগে চোয়াল শক্ত হয়ে গেল তার। একটা মেয়ে হয়ে এতো নিচু চিন্তাভাবনা দেখে স্তব্ধ না হয়ে পারছে না সে। আমেরিকায় বড় হয়েছে বলে তাঁর কোন মানসম্মান নেই! এভাবে তাকে হেনস্থা করার সাহস কোথায় পেলো এই মেয়ে? নিজের রাগ টুকু ভিতরেই দমিয়ে রাখলো কলরব। কিছু না জানার ভান করে চুপচাপ আগের যায়গায় গিয়ে বসলো সে। নিঝুমের গায়ে হলুদ হচ্ছে আজ। মিঠু এসে কলরবের পাশে বসলো। তাঁর হাতে পারিজাতের ফোন। একমনে ক্যান্ডিক্রাশ খেলছে সে। ফোনের দিকে তাকিয়ে ক্রুর হাসলো কলরব। “শাস্তির জন্য তৈরি হও মিস.পারিজাত খান। জীবন বদলাতে যাচ্ছে তোমার।”
"আপুর লেখা খুবই সুন্দর আর ইউনিক।গল্পটা মনোমুগ্ধকর।কলরব কে মনে হচ্ছে আশমিনের ছোট ভাই।আর পারিজাত-নামের মতোই মেয়েটা কে খুব ভালো লেগেছে।তবে গল্পটা পড়ায় খুব মনোযোগী ছিলাম,পড়তে পড়তে শেষের দিকে এসে হঠাৎ 'ক্রমশ' শব্দটা দেখে একটা ধাক্কা খেয়েছি এই যা! আপুর কাছে অনুরোধ তাড়াতাড়ি কলরব কে বাংলাদেশে নিয়ে আসার জন্য।"
এত্ত ছোট গল্পটা পড়ে মনে ভরে না,
Read all reviews on the Boitoi app
আরেকটু গোছালো হলে ভালো লাগতো! যদিও ২য় খন্ড আছে! তবে গল্পের প্লট টা ইউনিক!
দারুন হয়েছে।
ভেবেছিলাম পুরো কাহিনী কিন্তু দেখি অর্ধেক! হতাশ হলাম 💔 তবে পারিজাতের পরিকল্পনা আসলেই খারাপ ছিল। পরের অংশে জানা যাবে কলরব কি করেছিল? আপনার লেখা অসাধারণ হয় তবে অর্ধেক লেখার ই-বুক এর দাম বেশি হয়ে গেছে আমার মনে হয় ...
দারুন একটা গল্প।গল্পের মাঝে পরিজাতের উপর খুব রাগ লাগছিলো।এভাবে নিজের ভাইয়কে বাঁচানোর জন্য অরেকজনকে ফাঁসানো কোনো মানে হয় নাহহ।কলরব যা করছে মনে হচ্ছে ঠিকই করছে। আবার লাস্টের পড়ে পরিজাতের জন্য খারাপও লাগলো।এখন অপেক্ষায় থাকতে হবে।পরের সিজন কবে পাবো????
বই টার ২য় পার্ট কবে দিবেন? তাড়াতাড়ি দেন।।
পরবর্তী পাঠ কখন দিবেন তারাতারি দেন প্লিজ
valo lagese, but ak sathe full porte parle aro valo lagto,incomplete golpo porle birokto lage,next taratari pls.
ক্রমশ,,, তারপর কি হবে? তা কি জানতে পারবো না?😐😐😐
এইটুকু তে মন ভরে নি। আরো চাই কবে পাবো??