আমি, ইলমা বেহরোজ, আমার নতুন গল্প 'চিত্রছায়া' নিয়ে কিছু কথা বলতে চাই। এই গল্পটি আমার লেখনী জীবনের একটি নতুন অধ্যায়, যা আমাকে এক অভাবনীয় যাত্রায় নিয়ে গেছে। শুরুতে ভেবেছিলাম একটি সাধারণ ভূতের গল্প লিখব। কিন্তু লেখার প্রক্রিয়ায় আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমার ভেতরে লুকিয়ে থাকা এক চিত্রশিল্পী, এক কবি, এবং এক মনোবিজ্ঞানী যেন জেগে উঠল। এই তিন সত্তা মিলে আমার লেখনীকে এমন এক জায়গায় নিয়ে গেল, যা আমি কখনও কল্পনাও করিনি। 'চিত্রছায়া' আমার এ পর্যন্ত লেখা সবচেয়ে আলাদা ও ভিন্ন ধরনের বই। এর মাধ্যমে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। আমার মনে হয়, এই বইয়ের মাধ্যমে পাঠকরাও আমাকে নতুন করে চিনবে। 'চিত্রছায়া' শুধু একটি গল্প নয়, এটি একটি অনুভূতির জগৎ। প্রতিটি পাতায় পাঠক খুঁজে পাবে মানব মনের গহীন গভীরে লুকিয়ে থাকা নানা রহস্য। এই গল্প লেখার জন্য আমাকে গভীর গবেষণা করতে হয়েছে। মনোবিজ্ঞান, চিত্রকলা, কবিতা—এই সব বিষয়ে নতুন করে পড়াশোনা করেছি। ফলে, এই গল্প শুধু ভয়ের নয়, এটি মনস্তাত্ত্বিক ভয়ের এক অনন্য উপস্থাপনা। সাইকোলজিক্যাল হরর—এই ধরনের লেখা আমার জন্য একেবারেই নতুন। এটি আমার প্রথম প্রয়াস। আমি জানি না, এই নতুন ক্ষেত্রে আমি কতটা সফল হতে পেরেছি। সেটা বিচার করার ভার এখন পাঠকদের হাতে। তাদের প্রতিক্রিয়া ও মতামত আমার কাছে অমূল্য। আমি আশা করি, 'চিত্রছায়া' পাঠকদের মনে এক গভীর ছাপ ফেলবে। এটি তাদের ভাবাবে, অনুভব করাবে, এবং হয়তো তাদের চিন্তার জগৎকে একটু বদলে দেবে। এই বই যেন পাঠকদের জন্য শুধু একটি পঠন-অভিজ্ঞতা নয়, একটি অনুভূতির যাত্রা হয়ে ওঠে—এটাই আমার প্রত্যাশা।
সুন্দর ছিলো। লাস্ট টুইস্ট টা ভাবতেও পারিনি। আর আফ্রিদির প্রেমে আমিও পড়েছি। 🫶
Read all reviews on the Boitoi app
অসাধারণ!
😍😍😍
অসম্ভব সুন্দর লেগেছে এই ভিন্ন ক্যাটাগরির ই-বুক টা। ইলমা আপু'কে আমি চিনেছি "আমি পদ্মজা" উপন্যাস এর মধ্য দিয়ে। তার ওই উপন্যাস পড়ে রিতীমত একটা ঘোরের মাঝে ছিলাম, এতোটাই বাস্তবকেন্দ্রিক তার লেখনি। ধীরে ধীরে ফেসবুকে তার সমস্ত উপন্যাস পড়লাম। তাকে আরোও চিনলাম, এখন সে নতুন আরোও একটি ভিন্নরকম একটা উপন্যাস লিখছে, যার মাধ্যমে তাকে আমরা আরও নতুন করে চিনছি, আর এই ইবুক টার কথা বাদ'ই দিলাম, এককথায় অসাধারণ একটা বই। গল্পে এতোটাই বুদ হয়ে ছিলাম যে, পুরোটা সময় মনে হলো সবকিছু যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। লেখিকার এমন প্রতিভা দেখে আমি আপ্লূত!! ধন্যবাদ "ইলমা বেহরোজ "। অনেকটা ভালোবাসা নিও, আর দোয়া রইলো সামনে এগিয়ে যাও। লেখনির মাধ্যমে আরো উন্মোচিত হও সবার কাছে। রহস্যময়ী প্রিয় লেখিকা ইলমাপু, ভালবাসা ❤️
প্ৰথমে একটু এলোমেলো লাগলেও পরেরগুলো মন ছুয়ে যাওয়ার মত।আর আপুর লেখনিতে বরাবরই মনে হয় একটা যাদু আছে খুব সুন্দরভাবে লেখার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ পায়।পার্সোনাল রেটিং ১০/১০
ভাষা হারিয়ে ফেলেছি।
অসম্ভব রকমের সুন্দর ছিল লিখনি
তবে আফ্রিদি ঐটাই ছিল,,
অদ্ভুত সুন্দর। মুখে বলার মতো না।শেষ হয়েও যেন হলো না।অন্যরকম ক্যাটাগরির।১০০/১০। উফফফফফফ জোস।একটা ঘোরে আছি।আফ্রিদি রুহানী জোস জোস।
গল্পটা সুন্দর। শেষের দিকে এসে সব পালটে যেতে থাকে। তবে একটু রহস্য থেকেই যায়। আফ্রিদি কি আসলেই ওখানে ছিলো?