মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, "যারা আল্লাহর সাথে সাক্ষাতের তীব্র আশা পোষণ করে তারা যেন ভাল কাজ করে এবং তাঁদের রবের ইবাদাতে কাউকে শরীক না করে"। (সুরা কাহাফ:১১০) কার সাথে মোলাকাতের তীব্র আকাঙ্ক্ষা থাকে মানুষের? যাকে সে সর্বাধিক ভালোবাসে। আল্লাহ চান মানুষ যেন তাঁকেই সবচেয়ে বেশি ভালোবাসে। যখন কেউ আল্লাহকে ভালোবাসবে তখন নামাজ, যিকির এবং অন্যান্য ইবাদাত তাঁর জন্য হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে আনন্দময় কাজ। ইবাদাতের মাধ্যমে সকল শক্তির উৎস মহান আল্লাহর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ব্যক্তি নিজেও আত্মিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। এভাবেই আমাদের ইবাদাতকে একটি শক্তিতে পরিণত করতে হবে। নাহয় সবই যে বৃথা যাবে। একটা মুভি তিন ঘণ্টা ধরে দেখতেও ক্লান্তি লাগেনা অথচ গড়ে দশ মিনিটের নামাজে আমাদের শরীরে দূর্বলতা চলে আসে। প্রতিটি মানুষই একটি প্রশান্ত হৃদয়ের জন্য ব্যাকুল। মানুষের সকল কাজকর্মই হৃদয়ের সুখ আর প্রশান্তি অর্জনে ব্যয় হয়। মানুষের আত্মায় কোনো সুখ নেই। হৃদয় কোনো না কোনো বিষয়ে চিন্তিত থাকে। সারাক্ষণ সেখানে হতাশার বসবাস। অনেকে আবার হারাম পথে পা বাড়িয়ে একটু শান্তি পেতে চায়। কিন্তু হারাম সবকিছুতে হৃদয় আরও বেশি অশান্ত হয়ে পড়ে। হৃদয়ের মালিককে ভুলে দুনিয়ার বিভিন্ন মোহ আর মায়ায় সে নিজেকে জড়িয়ে ফেলে। অথচ আল্লাহ বলেন, "ঈমানদারদের উচিত আল্লাহকেই সর্বাধিক ভালোবাসা" (সুরা বাকারাহ:১৬৫) আল্লাহর ইবাদত ও তাঁর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে হৃদয়ে প্রশান্তি অর্জন করতে বইটি হোক আপনার পাথেয়।
মাশা-আল্লাহ সুন্দর লিখেছেন সামনে আরো ভালো কিছু চায়।
Read all reviews on the Boitoi app