ফারহানা ৩৫ বছরের ইউনিভার্সিটি শিক্ষক, সামাজিক ও পারিবারিকভাবে কোথাও কোন অপূর্ণতা নেই। তারপরও একটি বিশেষ দিনে নিজেকে নিজের মতো গুটিয়ে রাখে বাহিরের দুনিয়া থেকে। এই বিশেষ দিনটা ফারহানা শুধু একজনের জন্য দিন-রাত পার করে। এই বিরহ ব্যাথার সঙ্গী প্রতারনায় ডুকরে কেঁদে ওঠে। হঠাৎ একদিন ফারহানা সব ভুল ভেঙে যায়। এখন ফারহানা কি করবে? পুরোনো সেই মানুষটার কাছে ফিরে যাবে নাকি নতুনকে আপন করে নেবে....
গল্পটি দারুণ..... পড়ে ভীষণ ভালো লেগেছে.... ইমরান চরিত্র টি অসাধারণ ছিলো.... ভালোবাসলে ইমরানের মতো করেই হয়তো ভালোবাসতে হয়...অনেক অনেক শুভকামনা আপু.... আরোও ভালো ভালো গল্পের আশায় রইলাম।
Read all reviews on the Boitoi app