অণুগল্প হলো, একটা বড় গল্পের চুম্বক অংশ। যেখানে চমক থাকবে। জীবনের খণ্ডছবি উঠে আসবে। বর্ণনার বাহুল্য থাকবে না। কিছু না-বলা কথা উহ্য রেখে এক দারুণ রহস্য তৈরি করবে। পাঠ করার পর নিজের মত করে অর্থ খুঁজে নিবে পাঠক। কাহিনির ইঙ্গিতময়তা থাকবে। আকস্মিক পরিণতি থাকবে। অণুগল্প সবটুকু বলে দিবে না। বেশির ভাগই থেকে যাবে পাঠকদের জন্য। মোট কথা, অল্প পরিসরে বিশালতাকে আবৃত করাই অণুগল্প। শামুকে লুকিয়ে থাকা ঝিনুক অতি ক্ষুদ্র কিন্তু মূল্যবান, আকর্ষণ সর্বজনীন। অণুগল্প এমনি।