লেখালেখির জগতে আমি একেবারেই নতুন, লেখিকা হিসেবে নিজেকে পরিচয় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ লেখিকা হওয়ার জন্য যেসব প্রয়োজন তার কোনোটিই আমি অর্জন করতে পারিনি। তবে হ্যা, প্রথম লেখা গল্পটি দিয়ে আমি আমার মনের ভাব, চিন্তা, চেতনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। "চেকমেইট" গল্পটি দিয়ে আমি আমার লেখনি জীবনের সূচনা পর্বকে ঘোষণা করলাম। ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। একজন গোয়েন্দার অসাধারণ প্রতিভার সঙ্গে সঙ্গেই প্রকাশ পেয়েছে দুই মানব-মানবীর ভালোবাসার চরম পরিনতি। বিষাক্ত পৃথিবীর কালো ছায়ায় প্রেয়সীর পাওয়া যন্ত্রণা উপলব্ধি করে একজন প্রেমিক পুরুষ হয়ে উঠেছে হিংস্র, বেপরোয়া এবং প্রতিশোধ পরায়ন।
বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app