মিশিগান হ্রদের তীরে কোল্ডওয়াটার নামের ছোট্ট এক শহরে যখন স্বর্গ থেকে ফোন আসতে শুরু করে, তখন গোটা পৃথিবীর নজর পড়ে এই শহরের দিকে। কিছু মানুষ একে স্বর্গের বার্তা বলে বিশ্বাস করলেও, অনেকেই ভাবেন এটি হয়তো কোনো ধোঁকাবাজি। এই রহস্যের জালে আটকে পড়ে সুলি হার্ডিং নামের এক বাবা, যে নিজের স্ত্রীকে হারিয়ে জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে। সুলির সাথে যোগ দেন এক সাংবাদিক, একজন নাস্তিক, একজন প্রাক্তন সেনা, এবং এক ক্যান্সার আক্রান্ত কিশোরী। তারা প্রত্যেকেই এই রহস্যময় ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করতে চায়। স্বর্গ থেকে আসা ফোন কল কি সত্যিই তাদের জীবন বদলে দেবে? নাকি তাদের আরও গভীর রহস্যের মুখোমুখি দাঁড় করাবে? মিচ অ্যালবমের এই উপন্যাস, বিশ্বাস, আশা, ভালোবাসা, এবং ক্ষমার গল্প বলে। এই বই আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, স্বর্গ কি আসলেই আছে? আর যদি থাকে, তাহলে কীভাবে আমরা সেখানে পৌঁছাব?