অন্যদিকে, লতার কাছে একটি গোপন পত্র এল। ডাকাত দলের যে লোকটিকে সে অপরাধীর নাম জানার কাজে লাগিয়েছিল, সেই লোকের পাঠানো পত্র এটি। পত্রে বলা হয়েছে, আজ রাতে রাজ্যের একটি নির্দিষ্ট স্থানে তাকে সাক্ষাৎ করতে হবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এই সাক্ষাতে শুধুমাত্র তার নাম উল্লেখ করা হয়েছে। এজন্য লতা বেশ চিন্তিত। সে ভাবছে, বিষয়টি মাধবীকে জানাবে কি না। মাধবীকে জানালে সে নিশ্চয়ই তার সাথে যেতে চাইবে। কিন্তু এখানে স্পষ্ট করে শুধুমাত্র লতাকেই যেতে বলা হয়েছে।
দারুণ একটা গল্প,,অনেক গল্প পড়েছি কিন্তু এইটা ছিল আমার Best🌹🌹গল্প। অনেক বেশি ধন্যবাদ,,,,
Read all reviews on the Boitoi app
খুবই সুন্দর চিন্তাধারার একটা গল্পঃ।।।❤️ খুব খুব খুব ভালো লাগলো এই বই টা 🥰
শব্দচয়ন,ভাষা সব মিলিয়ে পটভূমি ১০০০/১০০। অসাধারণ 💜 শিক্ষণীয় অনেক কিছু।🌸 ঝাপসা অনুভূতি অনেক কিছু শেষ করে দেয়।
গল্পটা সুন্দর ❤️
❤️❤️❤️