একদিন রাত্রিকালে এক সহায়সম্বহীনা যুবতী নারী পূর্ণগর্ভাবস্থায় একটি শহরে রাজপথের উপর দিয়ে পথ হাঁটছিল। তার পায়ে ছিল একজোড়া ছেড়া জুততা। তাতে তার পা বেরিয়ে পড়ছিল। পরনে ছিল মলিন পােষাক। রাজপথের দুপাশে বড় বড় বাড়ি। কিন্তু সেই মেয়েটি কোথাও কোন আশ্রয় ছিল না। এইভাবে পথ চলতে চলতে সে একটা বড় কারখানা কাছে আসতেই সহসা তার প্রসব বেদনা উঠল। সে তখন কাতর ভাবে সেই কারখানার ধারে এক জায়গায় বসে পড়ল। এক মহিলা শ্রমিক মেয়েটির এই অবস্থা দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দিল। কারাখানা কর্তৃপক্ষ তখন চার্চ কর্তৃপক্ষকে খবর দেয়। চার্চ তখন একজন নার্স আর একজন সার্জেন পাঠিয়ে দেয়। কারখানা কর্তৃপক্ষ কারখানার মধ্যে একটি খালি ঘর মেয়েটির প্রসবের জন্য ছেড়ে দেয়। মেয়েটি কোথা থেকে এল, কোথায় তার বাড়ি, কোথায় সে যাচ্ছিল তা কেউ জানতে পারল না। সবাই শুধু জানল মেয়েটি নিঃসঙ্গ, নিঃস্ব ও অসহায়। তার উপর সে ছিল অসুস্থ রুগ্ন। এ নার্স ও সার্জেনের আর সেই মহিলা শ্রমিকটির সদয় চেষ্টায় মেয়েটি অতি কষ্টে এক পুত্রসন্তান প্রসব করল। সেই পুত্রই এই কাহিনীর নায়ক অলিভার টুইস্ট।