একদিন বাসন্তী ভাড়াটেদের খোঁজ খবর নিতে গিয়ে দেখে ভাড়াটের মেয়েটি ফ্লোরে বসে খেলছে। কাছে গিয়ে দেখা গেল সে প্যান্ট ভরে প্রস্রাব করেছে। আর সেই প্যান্ট দিয়ে সুন্দরভাবে ফ্লোর মুছছে। ছোট এই বাচ্চা মেয়েটির উপর তার খুব রাগ হলো। সে মেয়েটির দিকে কড়া দৃষ্টিতে তাকালো। কিন্তু ছোট এই অবুঝ শিশুটি এর কোন অর্থ বুঝলো না। সে আগের মতোই তার প্যান্ট দিয়ে ফ্লোর মুছছে। মনে হচ্ছে এটি তার কাছে খুবই মজার একটা খেলা।