ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব : এই অনুভূতিগুলোর সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম। যেমন নিহালের কাছে ভালোবাসা মানেই মাহিয়া যে কিনা ওর কাছে পহেলা বসন্তের সতেজ ফুলের ন্যায় পবিত্র। যাকে ও ভালোবাসে নিজের অস্তিত্বের প্রতিটা অংশ দিয়ে। সেখানেই মাহিয়ার কাছে নিহাল একটা বিস্বস্ততার নাম। একজন এমন বন্ধু যাকে মাহিয়া নিজের জীবনের সবচাইতে কালো অধ্যায়ে ওর ঢাল হিসেবে পাশে পেয়েছে। কালক্রমে হঠাৎই দুজন বেঁধে পরে আজীবনের অনড় এক বন্ধনে। তবে মাহিয়ার দৃঢ় বিশ্বাস, এই বাধন দয়ার আর করুণার গাঁট দিয়ে বাধা। নিহাল ওকে দয়া দেখিয়ে আপন করেছে। এখন নিহাল কি কখনো পারবে মাহিয়ার এই ভুল ভাঙাতে? কখনো কি তারা এক হবে? দুজনের ভালোবাসার সংজ্ঞা কি কভু এক পথে চলবে? নাকি দুজনেই দুজনের প্রতি ভীন্ন অনুভূতি নিয়ে এই বাধনের গাট খুলে সরে যাবে দূরে?
সিনথিয়া আপ্পি,, প্রথমত আমার বড় বোনের নাম সিনথিয়া ছিল আর নামের বানানটা এরকম ছিল তাই এইরকম-ই লিখলাম। আর আপ্পি বলেই ডাকলাম। আমি তোমার সব গল্প পড়েছি। সব মানে সব একটাও বাদ পড়েনি। আমার কিন্তু তোমার লেখা পড়ে শান্তি লাগে। চোখের শান্তি, মনের শান্তি। কোনো অতিরিক্ত নেকামি বা খারাপ কিছুই নেই লেখাতে। সাবলীলভাব রেখে যতটুকু লেখা যায় ততটুকুই প্রকাশ করো যা তোমাকে বাকি পাঁচজন লেখক থেকে আলাদা করে। শব্দগ্রহণ, বাক্যগঠন, অর্থবহ কথা এবং বিশেষ করে লেখাতে ইংরেজি ব্যবহার করে আমাদের শব্দ চিনতে সাহায্য করা। " রূপকথা" এই নামটা শুনলে জানো শুধুমাত্র এই গল্পের চরিত্রগুলোই আমার মস্তিষ্কে আসে না। তোমার লেখা এ যাবতকাল সকল চরিত্রের কথা এক এক করে মনে পরে। কি নিপুণ কৌশলে তৈরি করো একেকটা চরিত্র। "নিহাল" এর মতো ছেলেরা এখনো আছে সমাজে যারা মেয়েদের কে সম্মানের সহিত ভালোবাসতে পারে। আর নিজের সবটা দিয়ে নিজের আপনজনকে আগলে রাখে। আমি মাহিয়া কে নিয়ে কিছুই বলব না। মাহিয়া সাহসী হয়েছে এইটাই অনেক। নিহাল না থাকলে কি হতো ওর?? মেয়েটা যে এত্তো ভালোবাসা পেতই না... অবশেষে আপ্পি❤️ ধন্যবাদ এমন সুন্দর লেখা আমাদের দেওয়ার জন্য। হাতের লেখা আরো ভালো হোক এই দোয়া করি। সবাই তোমাকে জানুক। অনেক বড় রুচিসম্মত, মানগত, লেখক হও। আমিন।
Read all reviews on the Boitoi app
আমার পছন্দের লেখকদের মধ্যে সিনথীয়া আপু একজন।অনেক ভালো লাগে আপুর লিখাগুলো।❤️❤️ অনেক সুন্দর মিষ্টি প্রেমের একটা গল্প। ভালো লেগেছে ভীষণ 🥰🥰
সিন্থীয়ার লেখা অনেক পছন্দ করি! তার প্রধান কারণ লেখকের গল্পগুলো রোমান্সের সঙ্গে ভীষণভাবে পারিবারিক সামাজিকও। প্রতিটি সম্পর্ককে নিটোলভাবে জড়িয়ে ডিটেইলিংসহ সাবলীলভাবে এক একটা গল্প তৈরি করে সিন্থীয়া, মনে হয় আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটি চরিত্র পরিচিত। "রূপকথা" লেখকের প্রথম ই-বুক, প্রবাসী হবার কারণে যেটার প্রত্যাশা অনেকদিন ধরেই আমার মনে ছিলো। সেই প্রত্যাশা চমৎকারভাবে পূরণ হয়েছে। টুকটাক বানান ভুল চোখে পড়েছে 'র' 'ড়' এর, সেটুকু বাদ দিচ্ছি। নিহাল-মাহিয়া জুটির মিষ্টি গল্প! গল্পটি ভালোবাসার, কাছে আসার, বন্ধুত্বের,দায়িত্বপালনের,বেশ কিছুটা ভুল বোঝাবুঝির,তার জন্য অনেকটা ক্ষতির, আর সেটা সামলে ওঠার। সবাইকে পড়ার আমন্ত্রণ রইলো। চমৎকার সময় কাটবে গল্পটির সঙ্গে কথা দিতে পারি। আর অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো মেহজাবিন সিন্থীয়ার প্রতি, আশা রইলো এমন ই-বুক মাঝে মাঝেই পাবো এখন থেকে, বানানের প্রতি আরেকটু সতর্কতাসহ।❤️❤️❤️
ভীষণ সুন্দর একটি গল্প। মাহিয়া-নিহাল জুটিটা খুব পছন্দ হয়েছে। মাহিয়াকে নিহাল শুরু থেকে শেষ অবধি যেভাবে সাপোর্ট করেছে, সেটা খুবই প্রশংসনীয়! অথই এর জন্য বেশ খারাপ লেগেছে। নিহাল হাজবেন্ড এবং বেস্ট ফ্রেন্ড দুই ক্ষেত্রেই চমৎকার ভূমিকা পালন করেছে। লেখিকার লেখনী আমার বরাবরই পছন্দের। ভালোবাসা রইলো❤️ ~~Nafisa Islam Tultul
আপনার লেখা এতো সাবলীল আপু..এটাও অনেক সুন্দর হয়েছে..প্রত্যেকটা কাহিনী আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেন...