আফ্রিকার কোনো এক দেশে একবার সরকারি এলান হলো, 'যার তিনটে বাচ্চা হবে, সরকার তাকে বিশহাজার টাকা দেবে।' জেরাল্ড সদ্য যমজ দুই সন্তানের বাবা হয়েছে। সে তার স্ত্রীকে বলল, 'আমার আগের বউয়ের কাছে আরেক বাচ্চা আছে। নিয়ে আসি?' বউয়ের পারমিশান নিয়ে জেরাল্ড যেয়ে তার আগের বাচ্চাকে নিয়ে এলো। বাসায় ফিরে দেখল তার দুই বাচ্চা গায়েব! বউয়ের কাছে জেরাল্ড জানতে চাইল, 'বাচ্চারা কোথায়?'