আপনার জীবনে যদি ভালো কিছু থেকে থাকে তবে সেটা আপনার দ্বারা হওয়া উত্তম কাজ।সুতরাং উত্তম কাজ করুন।আপনি পৃথিবীতে না থাকলেও কাজগুলো ঠিকই থেকে যাবে।এমন কিছু কাজ থাকে যা কবরে আলোর পদিপ যোগায়। চতুর্দিকের মানুষের দিকে তাকিয়ে দেখি, সবাই অসুস্থতার প্রতিযোগিতায় নেমে পড়েছে।কার আগে কে বড়লোক হতে পারে,কে কাকে নিচে নামিয়ে দিতে পারে,কে কাকে অপদস্ত করতে পারে।সবাই যখন অসুস্থ প্রতিযোগিতায় আবদ্ধ হয়ে আখেরাত’কে বেমালুম ভুলে গেছে তখন আমার ঘোর কেটে গেল।আমি ভাবতে থাকি।কী করলাম জীবনে? এভাবেই জীবনের প্রতিটি মুহূর্ত অসুস্থতার মাঝে কেটে গেছে।হৃদয়ের ভাষা হারিয়ে আমি যখন বাকরুদ্ধ।আমার শ্বাস যখন বন্ধ হয়ে যাচ্ছিল।তখন আমার চিন্তার দুয়ার খুলে গেল।জীবনের নানান অসুখ নিয়ে বসবাস করছি,একবারও চিন্তা করিনি আমার অসুখটা আসলে কি?জীবনের যাপিত অসুখ থেকে বাঁচতে মহা ঔষধ স্বরুপ টুকরো বাক্য দিয়ে সাজানো হয়েছে ‘রিপ্লেস ইয়োর হার্ট’।