হাকিম আবুল বারাকাত আব্দুর রউফ কাদেরী দানাপুরী (রহ.) তাঁর "আস সির ফি হুদা খায়রুল বাশার (দ.)" নামক গ্রন্থে এ ভাষণ সম্পর্কে আলোচনা করেছেন। অর্থাৎ হযরত সরওয়ারে আলম আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তফা (দ.)-এর পবিত্র জীবনী আলোচনা করেছেন। উক্ত জীবনীতে তিনি "গাদীরে খুমের ভাষণ ও ইমামতের মাসয়ালা" শিরোনাম ধার্য করেছেন এবং এ ব্যাপারে তিনি বলেছেন: "বিদায় হজ সম্পন্ন করে রাসূল (দ.) মক্কা থেকে প্রত্যাবর্তনকালে গাদীরে খুমে এসে উপস্থিত হলেন যা 'জুহফা' থেকে তিন মাইলের দূরত্বে মক্কা ও মদিনার মধ্যবর্তী অবস্থিত একটি স্থান। এখানে একটি গাদীর তথা পুকুর আছে। উক্ত স্থানে পৌঁছে তিনি একটি ভাষণ দিলেন।" লেখক তাঁর লেখনীর এক অংশে লিখেছেন যে, রাসূল (দ.) বললেন, "তোমরা কি জানো না যে, আমি সকল মুমিনের জীবনের প্রতি তাদের চেয়ে অধিক অধিকার রাখি?" সবাই জবাব দেয়, "হ্যাঁ"। তখন তিনি বললেন, "হে আল্লাহ, আমি যার মাওলা আলীও তার মওলা। হে আল্লাহ, যে আলীকে বন্ধু হিসেবে গণ্য করে তুমিও তাকে বন্ধু হিসেবে গণ্য করো, যে আলীর প্রতি শত্রুতা পোষণ করে তুমিও তাকে শত্রু হিসেবে গণ্য করো।" অতঃপর হযরত আলীর সঙ্গে হযরত উমর সাক্ষাৎ করলেন এবং বললেন, "হে আলী ইবনে আবি তালিব, তোমাকে মোবারকবাদ, তুমি প্রত্যেক মুমিন নর-নারীর মাওলা হয়ে গেলে।"