প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে জীবন নামক চলতি সফরে দিনশেষে পারফেক্ট একজনের সঙ্গ, সঠিক একজন মানুষের সাথে সারাজীবন চলার ওয়াদা। স্বাভাবিক এই ভাবনাগুলোই নিষ্পাপ এক মেয়েকে গড়ে তুলেছিল সাইকোরূপে, যে কি-না নিজেকে উৎসর্গ করেছিল অদেখা, অচেনা এক অজ্ঞাত ব্যক্তির জন্য। অবশেষে ভালোবাসা কি খুঁজে পেয়েছিল তার কাঙ্খিত মঞ্জিল? নাকি পরিচিত বাক্যের মতোই প্রকৃত ভালোবাসা হয়েছিল বলির শিকার?