এটা একটা সিরিয়াল কিলার এর গল্প। অপহৃত এক শিশুর গল্প। প্রতিশোধ আর মৃত্যুর গল্প। যা বললাম তা সবই সত্য। কিন্তু তারপরও এগুলো মিথ্যা.. নিডলেস স্টিটের শেষে শুরু হয়েছে এক বন। বনের ধারে দাঁড়িয়ে আছে শেষ বাড়িটা। সেখানে আছে এক কিশোরী, যার বাইরে যাওয়া বারণ। এক লোক, সে সারাদিন টিভির সামনে পড়ে থেকে নিজের ছিন্ন স্মৃতির সুতোগুলো এড়িয়ে চলতে চায়। আর আছে একটা বিড়াল, যে কিনা ঘুমাতে আর বাইবেল পড়তে ভালোবাসে! নিগূর এক রহস্যের বন্ধনে জড়িয়ে আছে এরা। সমস্যা শুরু হয় তাদের সামনের বাড়ির এক প্রতিবেশী আসার পরে । জঙ্গলের বার্চ গাছের তলায় লুকিয়ে থাকা সত্যটা উন্মোচিত হয়ে যাবার আশঙ্কা দেখা দেয়। এরপর কি ঘটবে তা হয়তো আন্দাজ করতে পারছেন আপনারা। হয়তো ভাবছেন, এরকম গল্প তো কতই পড়েছি। ঠিক সেখানেই ভুলটা হচ্ছে আপনার। ক্যাট্রিওনা ওয়ার্ডের "দ্য লাস্ট হাউস অন নিডলেস স্ট্রিট" বইটা পড়লে ডার্ক ফিকশনের এক ভয়াল জগৎ উন্মুক্ত হবে আপনার সামনে।