"আমি ভালোবেসেছি তোমাকে।মন দিয়েছি তোমাকে।বিয়েটাও তোমাকেই করবো। তুমি ডিভোর্সী হও ,বিধবা হও বা চার বাচ্চার মা হও।আই ডোন্ট কেয়ার।আমার শুধু তোমাকে চাই।তোমাকে পাবার জন্য যদি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয়।আমি করবো। বিনিময়ে তোমাকেই চাইবো।”
Onak onak onak Valo lagce 🥰❣️🥰
Read all reviews on the Boitoi app
অসাধারণ ❤️❤️❤️❤️
দ্বিতীয় পর্ব চাই খুব তারাতাড়ি, কারন সিজদা তো জানলোই না, সারজিস ওরে ভালোবাসে,২য় পর্ব চাই খুবই তারাতাড়ি
সিজন ২ কবে আসবে? আশাকরি দাম টা একটু কম রাখবেন।
অনেক সুন্দর হয়েছে। ❣️ আমার কাছে গল্পটি অনেক বেশি ভালো লেগেছে। লেখিকা আপুকে ধন্যবাদ এত সুন্দর গল্প লেখার জন্য।🥰
অনেক সুন্দর গল্প। খুব ভালো লেগেছে।
আমি বইটি কিনছি কিন্তু বইটা পাচ্ছি না
সুন্দর একটা গল্প উপভোগ করলাম অনেক দিন পরে।
এই বইটি অনেক ভালো লাগছে। খুব সুন্দর এই বইটি বইটি পড়ে মন ভরে গেছে
দীর্ঘতা অনুযায়ী গল্প টা খুবই ছোট্ট ছিলো ৮০ টাকাটা অনেক বেশী মনে হয়েছে আমার কাছে এই ইবুকটার মূল্য হিসেবে গল্প টা আরেকটু বড়ো করতে পারলে আর সারজিসের সোনদর্যময়ী যে এখোনো ফুলের মতো পবিত্র আছে সেটা জানানোও দরকার ছিলো তার ভালোবাসার মানুষটি তারই আছে সে ঠকবেনা জীবনের না চাওয়া ভুলটির জন্য কষ্ট পেলেও জিতে গেছে জীবনে আরও অনেক বিষয় তবুও সুন্দর হইছে মোটামুটি।