রাজা নামক এক মাফিয়া, যার জীবনে টাকাই সব। টাকার জন্য যে সবকিছু করতে পারে। একদিন তার এই গল্পে মায়া নামক এক চোরের আগমন ঘটে। অতঃপর কি ঘটেছিলো? ভালোবাসা নাকি টাকা? রাজা কোনটি বেছে নিয়েছিলো? এসবের উত্তর রয়েছে এই গল্পে।
ভালোই লেগেছে। তবে মায়ার ওপর রাগ হচ্ছে। বজ্জাত মহিলা, সাথে ওই নীলাও!
Read all reviews on the Boitoi app
টাকা! টাকাই মানুষের সুখের কারণ আবার এই টাকাই মানুষের দুঃখের কারণ। যার অল্প আছে তার আরো চাই, যার বেশি আছে তারও আরো বেশি টাকা চায়। মানুষ মূলত টাকার কাছে বন্ধি। টাকার জন্য তৈরি হয় ছিনতাইকারী, ডাকাত, খুন, আহাজারি, চোর। যার যত টাকার লোভ বেশি তার তত পাপ বেশি। এগুলো তো গেলো মধ্যেবিত্তদের কথা,, যার অধিক টাকা সেও কিন্তু কম যায় না। মূর্খ চোরেরা চুরি করে, হাজার টাকা আর শিক্ষিত চোরেরা চুরি করে লক্ষ, কোটি টাকা। টাকার লোভ মানুষ কে মানুষ থেকে অমানুষ করে তোলে, চোখ থাকতেও অন্ধ হয়ে থাকে, জ্ঞান থাকতেও জ্ঞান শূন্য হয়ে থাকে, বিবেকহীন হয়ে যায়। অতপর এত টাকা থাকার পরও তার জীবনে প্রকৃত সুখ বলে কিছু থাকে না, স্বার্থ জয় করতে মানুষ তার সঙ্গ দিবে ঠিকই কিন্তু সেখানে না থাকে ভালোবাসা আর না থাকে সম্মান, টাকার লোভ বড্ড ভয়ানক জিনিস, এই টাকার লোভের কারণে ভেঙ্গে যায় সংসার, আত্নীয়তা সম্পর্ক। অপরদিকে যে মানুষ অল্প তে সন্তুষ্টি থাকে, টাকার প্রতি লোভ থাকে না, সে আর্থিক ভাবে কষ্টে থাকলেও মানসিক ভাবে সুখে থাকে। ভালোবাসা, সম্মানে জীবন ভরপুর থাকে। পরিশেষে বলবো অল্পতে যে সন্তুষ্ট থাকতে পারে সে জীবন যুদ্ধে জয়ী হয়ে যায়। লোভ কেবল মাত্র ধ্বংস করতে পারে, যার প্রমাণ পয়সা গল্প।
এককথায় বলতে গেলে অসাধারণ একটি গল্প। পৃথিবীতে টাকার চেয়ে যে বড় কিছু হতে পারে না তা এই গল্প পড়লেই বোঝা যায়। মানুষ টাকার জন্য সব করতে পারে যেকোনো মূল্যে। শেষের টুইস্ট টা তো বলার মতো। ভাবতেও পারিনি এরকম কিছু হবে। লেখিকা খুব সুন্দর ভাবে এটি উপস্থাপন করতে পেরেছেন।যদিও লেখার মাঝে দু-একটি ভুল ছিল তারপরেও সত্যিই গল্প টা অনেক সুন্দর হয়েছে।নিষেধ থাকায় গল্পের বেশি কিছুই বললাম না। পরবর্তীতে আরো সুন্দর গল্প পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি।❤️
পয়সা গল্পে সবচেয়ে ভালো লেগেছে মায়া আর রাজার রোমাঞ্চকর মুহুর্ত আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শেষের ঝাটকায়। টাকা সব দিতে পারলেও প্রকিতী সুখ দিতে পারে না। বাস্তবতার সাথে অনেক মিল এই গল্পে। ধন্যবাদ প্রিয় আপু (নুশরাত জাহান মিষ্টি)
পয়সা গল্পটি বেশ ভালো লাগলো। সত্যি মানুষ টাকার জন্য কি না করে থাকে? সাসপেন্স, চমক সব মিলিয়ে সুন্দর ছিলো। ভালো লাগছে। রেটিং ১০