এটা আমার অনেক আগের লেখা একটা ছোটগল্প। ভাবলাম প্রকাশ করে দিই। সাব্বির গিয়ে শাওনকে ডাকতে থাকে। তবে শাওন কোনো জবাব দিচ্ছিলো না। সাব্বির ভেবেছে হয়তো বেচারা ধ্যানে আছে তাই শাওন এর কাধে হাত রেখে তাকে ডাকার জন্য ধাক্কা দেয়। ধাক্কা দেয়ার সাথে সাথেই শাওন এর নিথর দেহখানি মাটিতে লুটিয়ে পুষ্প ও সাব্বির একে অন্যের দিকে হতভম্ব তাকিয়ে ভাবতে থাকে কি হলো? সাব্বির এর চোখমুখ শক্ত হয়ে এলো মনে হচ্ছে। তার চোখ বেয়ে অশ্রু মাটিতে পড়ছে তবু মুখ যেনো শক্ত! সাব্বির কাদছে। তবে বন্ধু হারানোর জন্যে! কিন্তু তার পাশে দাঁড়ানো পুষ্প পাথর হয়েই রইলো! সেই মুহুর্ত থেকে আর কোনোদিন এক বিন্দু কথা বলে নি পুষ্প! জীবিত হয়েই সে মৃত্যুর সাধ গ্রহণ করে ফেললো! মৃত্যুর আগ অবধি পুষ্প চোখ মেলে তাকায় নি! শাওনের লাশ দেখার সাথে সাথেই কোমা হয়ে গিয়েছে পুষ্পের অবস্থান! বাকি জীবন কোমাতেই পার করলেন সে! আর সাব্বির শুধু ভাবছে কি হয়ে গেলো! সে হয়তো জানতো না! সে প্রেমে পড়েছিলো সৌন্দর্জের! আর শাওন আত্মার! তার সৌন্দর্জের প্রেমে পরা মন যখন শাওন এর আত্মা থেকে পুষ্পের আত্মাকে আলাদা করে নিয়েছিলো! তখন কিছুদিন ঠিকই ছিলো! তবে পুষ্পর আত্মা শাওন এর আত্মাকে ছাড়া এক বিন্দু থাকতে পারছিলোনা। তারা একই সুতোয় গাথা! শাওন যতদিন জীবিত ছিলো! তাদের আত্মা দিব্বি একত্রে ছিলো। তাই হয়তো পুষ্প জীবিত ছিলো! তবে আজ কে বাচাবে তাকে? এভাবেই দুটো প্রান পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলো! শাওন এর মৃত্যুই ছিলো পুষ্পের আত্মার মৃত্যু! তারা আসলেই এক সুতোয় গাথা ।
😍😍😍
Read all reviews on the Boitoi app