কফিপ্রেমীদের কফি নিয়ে আদিখ্যেতা নতুন নয়। আবার কোনো ক্ষেত্রে হয় উল্টোটা। কফি নিয়ে কন্টেন্ট লিখতে গিয়ে পড়ে যাই কফির প্রেমে। আর এর সন্ধিক্ষণে লিখা হয় উক্ত প্রবন্ধটি, যা এখন পুস্তিকারূপে আপনাদের সামনে উপস্থিত। বইটি আপাতত ইংরেজি ভাষায় লিখিত হলেও অতিশিঘ্র এর একটি সাবলীল বাংলা ভার্শন বের করার সদিচ্ছা রয়েছে। আশা করছি বর্তমান লেখাটি কফিপ্রেমীদের কফির প্রতি করে তুলবে আরো মত্ত।