রাজধানির বুকে নৃশংসভাবে খুন হয়ে গেল গৃহবধূ আফসানা হুমায়রা জেরিন। সরেজমিনে হাজির হলো খিলগাঁও থানার ওসি শাহজাহান সর্দার। লাশ দেখে একটা চাপা যন্ত্রণায় বিদ্ধ হলো সে। সুন্দরী মহিলার মসৃণ গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে দুফাঁক করে গেছে খুনি; সারা শরীর করেছে ফালি ফালি। জানা গেল, ছয় বছরের বাচ্চা চিকুকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে একা থাকত জেরিন, স্বামী কর্মসূত্রে দেশের বাইরে। এই নারীর আপাতদৃষ্টিতে কোনো শত্রু পাওয়া গেল না। আফসানা হুমায়রা জেরিনের বড়োবোন ও বোনজামাই ক্ষমতাশালি মানুষ। ক্ষমতা ব্যবহার করে তাঁরা চাপ দেওয়া শুরু করে ওসি শাহজাহান সর্দারকে যতদ্রুত সম্ভব পাকড়াও করতে হবে জেরিনের হত্যাকারীকে। এদিকে নিজের বাসায় গোদের ওপর বিষফোড়ার মতো হাজির নজরুল, শাহজাহান সর্দারের দূরসম্পর্কের শ্যালক। কারা যেন তাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে গেছে বাসার সামনে। একদিকে ঘর, অন্যদিকে আফসানা হুমায়রা জেরিন হত্যাকাণ্ডের তদন্ত। দিশে হারিয়ে ফেলার মতো অবস্থা ওসি শাহজাহান সর্দারের। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কেউটে!