সেক্সুয়াল ইন্টারকোর্স চলাকালীন সময়ে একজন নারীর সাথে ঠিক কোন কৌশলগুলো অবলম্বন করলে সে পুরোপুরিভাবে তৃপ্তি পাবে, সেই ব্যাপারে একটি তথ্যমূলক বই এটি। বইয়ে দেওয়া তথ্যগুলোর ওপর ভিত্তি করে লেখিকা এটাও আশ্বস্ত করেছেন যে, একজন পুরুষ সুন্দরভাবে এই ব্যাপারগুলো মেনে চলতে পারলে কোনো নারীকে কখনো অর্গাজমের মিথ্যা অভিনয় করতে হবে না। নাউরা হেইদেনই প্রথম সেই ব্যক্তি বা লেখক যিনি এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ও খুঁটিনাটি সকল তথ্যের সম্মিলনে এই বইটি লিখেছেন; সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে, কেন সকল নারী এই আনন্দের মুহূর্তগুলোতে স্যাটিসফাইড হতে পারছে না, কেনই-বা তাদেরকে মিথ্যা অভিনয় করতে হচ্ছে আর এর সমাধানই বা কী! একজন পুরুষ কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখলে তার পার্টনারের চাহিদা সম্পূর্ণভাবে মেটাতে পারবে এবং নিশ্চিত করতে পারবে যে, নারী তার ভাগের তৃপ্তিটা পেয়েছে; সেই ব্যাপারেও নাউরা বিশেষ আলোচনা করেছেন।
Vlo
Read all reviews on the Boitoi app