একাকীত্ব ও হারিয়ে ফেলা এবং ভালোবাসা ও বন্ধুত্বের এক অনবদ্য গল্প। এই গল্প একইসাথে হৃদয় উষ্ণকারী ও ভঙ্গকারী। সাহারা মরুভূমিতে বিমান দুর্ঘটনায় পতিত হবার পর এক পাইলট মুখোমুখি হয় এক অদ্ভুত বালকের। যে নিজেকে সম্বোধন করে দ্য লিটল প্রিন্স হিসেবে। সে নাকি এসেছে দূরের এক একাকী গ্রহ থেকে, যেখানে তার বন্ধু ছিল মাত্র একটি গোলাপ! ধীরে ধীরে পাইলট জানতে পারেন ছোট্ট রাজকুমারের জীবনের ইতিহাস... সে এমন এক ইতিহাস যা বদলে দেবে পাঠকের চিন্তাধারাকেই! “দ্য লিটল প্রিন্স” প্রায় ৫০০ ভাষায় অনূদিত এবং ২২০ মিলিয়ন কপি বিক্রিত। যা কেবল শিশুদের নয়, বড়োদেরও একইরকম মুগ্ধ করে আসছে প্রকাশের পর থেকে।