বিশ্বনবী মোহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনচরিত এক চিরশ্যামল আলোচ্যবিষয়। এমন একটি বিষয়বস্তু, যার সুঘ্রাণ শুঁকে কোনো মুমিন কখনো পরিতৃপ্ত হয় না। সুমহান ও সুপবিত্র এই বিষয়টির ওপর শত-শত বছর যাবৎ একটির-পর-একটি গ্রন্থ রচিত হয়ে চলছে। এই ধারা অব্যাহত থাকবে জগৎসংসারের শেষ দিনটি পর্যন্ত। প্রত্যেক লেখক আপন-আপন চিন্তা ও চেতনা অনুপাতে নবীজির প্রতি নিজের ভালোবাসা ও হৃদ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়ে চলছেন। নিজ-নিজ ধারায় ফুটিতে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বজগতের জন্য করুণারূপে প্রেরিত নবীকূল শিরোমণি মোহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনেতিহাস। বিষয়টিতে পৃথিবীর নানা ভাষায় এ-যাবৎ রচিত হয়েছে হাজারো গ্রন্থ, যেখানে স্থান পেয়েছে, নবীজির বরকতময় জীবনের বড়ো থেকে ছোটো এবং মুখ্য থেকে খুঁটিনাটি সবগুলো দিক। বিশ্বনবী মোহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনচরিতের একটি অতিশয় গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য দিক হলো তাঁর আখলাক বা চরিত্রমাধুরী। কেমন ছিল তাঁর চরিত্রমাধুরী? কোরআনের ভাষায় এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো, ছিলেন তিনি এক সুমহান চরিত্রের ওপর অধিষ্ঠিত।