কিছু কথা, কিছু অনুভূতি প্রকাশ করে দেওয়াই উত্তম। এতে সংসার সুন্দর হয়। যদিও বহু মানুষ এই সহজ কথাগুলো বলতে পারেন না স্বামীকে। এ যেন রবীন্দ্রনাথের বলা সেই কথার মত- সহজ কথা যায় না বলা সহজে। তবে আপনি বলুন, সহজ কথা, সহজে। দাম্পত্য জীবন হবে সুখী, সুন্দর। বইটি থেকে জেনে নিন এমনই কিছু কথা। হ্যাপি রিডিং।