সবাই বলে— মানুষ নাকি পোষ মানিয়েছে এমনকি প্রকৃতিকেও। বাজে কথা, এক্কেবারে বাজে কথা। নইলে কেন পুরো জাপান জুড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে? সবকিছু ডুবে যাচ্ছে পানিতে? হাই স্কুলের ছাত্র হোদাকা ঘর পালিয়ে চলে এলো টোকিওতে। এখানে এসে দেখা হলো মিষ্টি মেয়ে হিনার সঙ্গে। কিন্তু কে জানত, মিষ্টি এই মেয়েটার মধ্যে লুকিয়ে আছে এমন একটা রহস্য? ওয়েদারিং উইথ ইউ ভালোবাসার গল্প, আবার গল্প উৎসর্গেরও। প্রকৃতি বনাম মানুষের এই লড়াইয়ে, জয় আসলে কার? ভালোবাসার? নাকি আত্মোৎসর্গের?