নিতুর মাহবুব ভাইয়ের পরের বই "মাহবুবের নিতু"। অভিমান জমে গাঢ় হয়ে আসা সম্পর্কে নিতু আর মাহবুবের পরে কী হয়েছিল, তা নিয়েই এই গল্প। নিতুর এই প্রেমে আছে ভিন্নতা। কিশোরী নিতু এখন এক পরিপূর্ণ নারী। তারপরও মাহবুবের জন্য তার মনের প্রেমের ভাষাটা কি পুরোপুরি প্রকাশিত হয়েছিল? নাকি একটু একটু করে সেই ভালোবাসা পরিণত হয়েছিল অন্য এক অনুভবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই পড়তে হবে "মাহবুবের নিতু"।
"সত্যি বলতে ভালোবাসায় ভালোবাসায় মনটা যেন জুড়িয়ে গেছে।ভালোবাসার এক নীল ব্যাথা হৃদয়ে অনুভব করতে পারছি।মাহবুব ভাইয়ের ভালোবাসার ভালোবাসায় জড়িয়ে গেছি। মাহবুব ভাই ফিরে আসার অধীর অপেক্ষায় আছি লেখিকা। ১৭৫/- বইয়ের দাম দেখে কিনতে একটু দ্বিমত করছিলাম। কিন্তু সত্যি বলছি টাকা উসুল বই পড়লাম। হৃদয়ে গেঁথে আছে মাহবুব আর নিতুর ভালোবাসা।আরো অনেক দীর্ঘদিন গেঁথেই থাকবে আমি জানি।কখনো নাও মুছতে পারে।"
অনেক সুন্দর,,🤌
Read all reviews on the Boitoi app
মাহবুব ট্রেনিং থেকে ফিরবে কবে।পরের পার্টের অপেক্ষায় রইলাম 😊😊
বাংলা দেশ এ অফিসার না হতে পারলে জীবন বৃথা তাছাড়া গল্পটা কারো প্রিয় হয় না
সত্যি বলতে ভালোবাসায় ভালোবাসায় মনটা যেন জুড়িয়ে গেছে।ভালোবাসার এক নীল ব্যাথা হৃদয়ে অনুভব করতে পারছি।মাহবুব ভাইয়ের ভালোবাসার ভালোবাসায় জড়িয়ে গেছি। মাহবুব ভাই ফিরে আসার অধীর অপেক্ষায় আছি লেখিকা। ১৭৫/- বইয়ের দাম দেখে কিনতে একটু দ্বিমত করছিলাম। কিন্তু সত্যি বলছি টাকা উসুল বই পড়লাম। হৃদয়ে গেঁথে আছে মাহবুব আর নিতুর ভালোবাসা।আরো অনেক দীর্ঘদিন গেঁথেই থাকবে আমি জানি।কখনো নাও মুছতে পারে।
Mahbub vaiyer preme pore gechi. Please upload the next series
মাগো মা, ঝগড়াটে মাহবুবের ঝগড়ার ডায়ালগ পড়তে গিয়ে হাসতে হাসতে চোখে পানি! বিশেষ করে নোরার রিমোটের ব্যাটারী খাওয়ার পরের ডায়ালগুলো! ইথিশাকে বলা—-“টিভির রিমোটটা নিয়ে এসেছিস না সাথে করে। নে এবার বিসমিল্লাহ্ বলে তুই খেয়ে ফেল। রাকিবকে বল, টিভিটা গিলে ফেলতে। ব্যস কবিতা শেষ। তুই পেটে টিপে চ্যানেল বদলাবি, রাকিব সেই চ্যানেল রিলিজ করবে!”
অনেক অনেক দিন পরে এমন অনুভূতি হল। হুমায়ূন আহমেদের বই পড়ে আগে এমন লাগতো। ভালোবাসার আনন্দ ও বেদনা দুটোই একসাথে। কি যে অসম্ভব বিস্ময়কর অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানোর মত না। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার ভাবে গল্প লিখে পাঠকদের উপহার দেওয়ার জন্য💜💜💜💜 এই গল্পের আরো অনেক অনেক পর্ব আসুক ❤️💙💖💚💛🧡
এতো তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল? 🥹 'এক প্যাকেট মাহবুব নিতু 'জলদি চাইই
বইটি কিনেছি কিন্তু ডাউনলোড হচ্ছেনা পড়াও যাচ্ছে না কেন?
❤️