"তুমি তোমার নামের অর্থ জানো না? ফিজা অর্থ সুগন্ধি পুষ্প অর্থ ফুল।দু'টো মিলে সুগন্ধি ফুল।" -"যেকোনো ফুল থেকে সুগন্ধ আসে!" মেয়ে টার কৌতুহল যেন বেড়েই চলেছে আজ।আচ্ছা সে কি জানে এটা তারজন্য মটেও সুখকর কিছু বয়ে আনবে না।আর দশ টা মেয়ের মতো সেও একটা সময় পুরুষ টাকে চাইবে কি? আবরাজ এর কেনো মনে হচ্ছে চাইবে না। মেয়ে টার মাঝে ভিন্ন কিছু আছে। আবরাজ জিগ্যেস করলো, -"ওকে তুমি তোমার একটা ফুলের নাম চাইছো? আচ্ছা বেলি ফুল।" -"ওটার গন্ধ সুন্দর।"
অনেক ভালো লাগলো বই টা পড়ে জান্নাত আপু তোমার লেখার তুলনা হয় না। এক কথায় অসাধারণ। 🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
Golpo ta khub sundor chilo apu ❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno ❤️❤️❤️❤️
Satisfied 😌..
Fiza ke onak Valo lage 🤗🤗 arbaj R kono kohtay hobena just wow 😯😍😍😍
এক কথায় অসাধারণ। সত্যি জান্নাত আপুর লেখা তুলনা হয় না। আর আবরাজ খান কে কি বলবো তাকে যত পড়ি তত ভালো লাগে মনে গেঁথে যায় একদম।
ওপেন হচ্ছে না।
সুন্দর একটা গল্প ছিল।
এক কথায় অসাধারণ ছিল গল্পটা। আবরাজ- ফিজার জুটি সত্যি খুব ভালো লেগেছে।❤️ আবরাজের চরিত্র কিছুটা রহস্যময় ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো গল্প জুড়েই আবরাজের ভূমিকা খুব দারুণভাবেই উপভোগ করলাম। আবরাজ- ফিজা দারুণ একটা জুটি। ভালোবাসা নিও। 💌
খুবই রহস্যময় আর রোমাঞ্চকর রোমান্টিক গল্প।
আমার কি বলা উচিত আমি তা বুঝতে পারছি না। কেননা, গল্প পড়ার সময় আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আর গল্প পড়া শেষ করে তো আমি কিছক্ষণ স্তব্ধ হয়ে ছিলাম। 🫢 কিন্তু, সত্যিই গল্পটা এককথায় দারুণ, অসাধারণ। আপনি নিঃসন্দেহে একজন দারুণ লেখিকা।😊 এভাবেই, আরও অনেক অসাধারণ গল্প আমাদের উপহার দিবে আশা করি। পরিশেষে বলব, আপনার সুগন্ধি ফুল-এর নতুন পর্বের জন্য অপেক্ষায় রইলাম। 💜💜