ফিমা উচ্চবিত্ত পরিবারে বড় হওয়া বাবার আদুরে মেয়ে, বাবার মৃত্যুর পর হঠাৎ করেই তার উপর নেমে আসে বাস্তবতার কঠিন আঘাত। ঢাকা ছেড়ে যেতে হয় প্রত্যন্ত অঞ্চলে দাদার বাড়িতে। বহু বছর বন্ধ থাকা বাড়ি থাকার যোগ্য করতে সাহায্য করে সবুজ, সম্পর্কে ফিমার দূর সম্পর্কের চাচাতো ভাই। পলেস্তারা খসে পড়া দেয়াল যেন হাজার গল্পের সাক্ষী। তারা যেন সাবধান করতে চায় ফিমাকে। চারশ বিঘা জমি আর আস্তাবলের ঘোড়ার গল্পের পিছনে লুকিয়ে আছে এক ভয়ংকর অতীত।
ভীষণ ভালো লাগলো। রহস্য, কৌতূহল ধরে রেখে পুরো গল্পটা শেষ হয়েছে।
Read all reviews on the Boitoi app
খুবই অসাধারণ গল্প। এরকম গল্প আরও পড়তে চাই। ভালবাসা ❤️❤️❤️