আপনি জানেন প্রত্যেকটা বাঙালি নারী তার বিবাহিত জীবনের প্রথম রাতটিকে ঘিরে কত সুন্দর সুখের স্বপ্ন রচনা করে থাকে। কত কিছু ভেবে রাখে। হয়তো সবার সেই স্বপ্ন বা ইচ্ছেগুলো সমানভাবে পূর্ণ হয় না। নিশ্চয় ব্যতয় ঘটে। আসলে আমাদেরও চিন্তায় চেতনায় বৈচিত্র্যতা আসা উচিত। প্রত্যাশা নামক শব্দটার ছাড় থাকা উচিত। আপনাকে দূর থেকে দেখার পর থেকে আপনাকে মনে মনে পছন্দ করা তারপর ভালোবাসা। আমি বোকার মতো শুধু আমার বিষয়টাকে প্রাধান্য দিয়ে গেছি। একবারও ভাবিনি আপনি আমাকে পছন্দ করবেন নাকি করবেন না। আপনার মনে অন্য কারোর জন্য ভালোবাসা আছে কি না। আপনার মনে কারো বসতি আছে কি না। সত্যি এসব ভাবিনি।