আপনি কি জানেন সহজ, সাধারণ সব কথা আপনার বৈবাহিক জীবনকে রাঙিয়ে তুলতে সক্ষম? এগুলো এমন কথা, যা বলা উচিত, অথচ বলা হয় না প্রিয়তমাকে। ফলে ভালোবাসার প্রকাশ হয়ে ওঠে না, তৈরি হয় দুরত্ব। যদিও আপনি চাইলেই বলতে পারেন স্ত্রীকে, সম্পর্ক করতে পারেন সুন্দর। চলুন এমন কিছু কথাই জেনে নেওয়া যাক। হ্যাপি রিডিং।