মন্দিরে নিশ্চিন্তে ঘুমন্ত পুরোহিত দরজায় দাঁড়িয়ে অতন্দ্র প্রহরী মোল্লা এরপরেও সাম্প্রদায়িকতার গীত গেলে বলবো ইতিহাসে তুমি রসগোল্লা! কেঁটেছে আঁধার, নিষ্পত্তি হয়েছে বাঁধার সূর্য উঠেছে আবার স্বাধীনতার পালিয়েছে স্বৈরাচার, জিতেছে রাজাকার জয় হয়েছে আবার মানবতার।