ল্যান্ডফোনের এই উৎপাত শুরু হয়েছে গত ছমাস ধরে। তার বাবার প্রমোশন উপলক্ষ্যে বাসায় নতুন ফোন এসেছে। আর তার পরপরই এই রহস্যময় ফোনকলের শুরু। নিয়ন দৌড়ে ফোনটা রিসিভ করে। " কেমন আছ নিয়ন?" সেই সপ্রতিভ কন্ঠ। " ভালো, তুমি তোমার নামটা ত বল। আচ্ছা আমি যে সেদিন হবনবের সামনে ছিলাম এটা জানো কীভাবে? " জায়গাটা নিষিদ্ধ অর্থাৎ সেখানে কেবল প্রেমিক প্রেমিকাদেরই প্রবেশাধিকার রয়েছে। এমনটাই প্রচলিত। তবে নিয়ন সেখানে গিয়েছিল সামিকে পাহারা দিতে। ভেতরে যায়নি, বাইরে দাঁড়িয়ে ছিল। সামির বোন নিপা আবার ফয়েজ স্যারের ব্যাচে পড়ে। সেজন্যেই এই বাড়তি সতর্কতা৷ " তুমি কি নিপার বান্ধবী?" ওপাশে ঝনঝন শব্দে হাসি শোনা যায়। যেন অনেকগুলো কাচের চুড়ি ভাঙল। এই মেয়ে জ্বালিয়ে মারছে। এমনভাবে কথা বলে যেন তার নজরবন্দী হয়ে ঘুরছে নিয়ন। " জানো আমি একটা বই পড়েছি গতকাল। সেখানে নিয়ন শব্দটা যতবার ছিল গ্লিটার দিয়ে মার্ক করেছি। তোমার নামটা আমার ভীষণ পছন্দ। কে রেখেছিল এই নাম?"
কী মিষ্টি একটা গল্প!❤️🥰
Read all reviews on the Boitoi app