"লোকটা একটা চারপায়া টুলের উপর দাঁড়িয়ে সদ্য আসা লাশের মস্তকের খুলিটা ভাঙছে। একটা করে বাড়ি দিচ্ছে আর হাড়ের ছোট ছোট টুকরাগুলো তীক্ষ্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পরছে। খুলিটা ভেঙে মগজ বের করে এনে সেটাকে তুলে ধরলেন জগন্ময় দত্তের দিকে। জগন্ময় দত্ত এক্সপার্ট ফরেন্সিক বিশেষজ্ঞ। তিনি একবার তাকিয়ে মাথা নেড়ে কাগজে কিছু একটা লিখলেন। এবার লোকটি টুল থেকে নেমে এলেন। বুক বরাবর দাঁড়িয়ে থুতনির নিচ থেকে নাভী পর্যন্ত এক টানে কেটে ফেললেন ধারালো চাকু দিয়ে। এই মুহূর্তে লোকটা এক হাতে চাকু আরেক হাতে মেয়েটির ঘিঁজি হয়ে আসা ফুসফুস ধরে দাঁড়িয়ে আছেন" লেখক বিশ্বাস করেন প্রতিটি মানুষের ভিতরেই ইভিল এবং এঞ্জেল দুটি দিক বিদ্যমান। প্রকৃতি, পরিবেশ, পরিস্থিতি মানুষকে কোন একদিকে ধাবিত করে। মাদার নেচার, হিউম্যান সাইকোলজি, ও ক্রাইম নিয়ে লেখা ৫ টি গল্প নিয়ে লেখকের প্রথম সংকলন "পোস্টমর্টেম"।
Excellent.....
Read all reviews on the Boitoi app
লেখা পড়ে সাবধান হয়েছি, রোমাঞ্চিত হয়েছি, ভয় ও পেয়েছি আবার গল্পে ডুবে বাস্তবে ফিরে এসছি।সার্থক তুই।সামনে এমন আরো রোমাঞ্চকর লোমহর্ষক গল্প চাই।
Valo legeche
ভালো। শব্দ ও বাক্যের সুন্দর ও শুদ্ধ ব্যবহার করা হয়েছে। গল্পের মানও ভালো, গল্পের মধ্যে পাঠককে মনোনিবেশ করিয়ে রাখতে পারে।
গল্প পড়তে গিয়ে গল্পে ডুবে গিয়েছিলাম। অসাধারণ লেখনী। সুন্দর রচনাশৈলী। লেখকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি 🌻