গোলাপি রংয়ের দুই তালা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় তন্নি। উঁকিঝুঁকি মেরে ভেতরটা দেখার চেষ্টা করে। লোকজনের ভিড়ে ঠিক দেখতে পারে না। লোহার গেইটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। হাতে লাঠি, মাথায় ক্যাপ, কালো রংয়ের ঢিলাঢালা প্যান্ট এবং সবুজ রংয়ের শার্ট। এটা মূলত তার ড্রেসআপ। ভেতরে যারা ঢুকছে তিনি সকল কে সালাম দিচ্ছে । এটাই মূলত তার কাজ। তন্নি ঠোঁট কামড়ে চিন্তা করে “ঢুকবে কি ঢুকবে না” ঢুকলে কি কেউ কিছু বলবে? বলতেই পারে। এখানে উপস্থিত সকলের ড্রেসআপ দেখেই বোঝা যাচ্ছে তারা খুবই পয়সাওয়ালা। নিজেকে আপাদমস্তক এক পলক দেখে নেয়। এই তো কালো রংয়ের সুঁতি থ্রি পিছ রংটা একটু চটে গিয়েছে। চটে যাবে না? দুই বছর আগে রোজার ঈদে বাবা কিনে দিয়েছিলো বারোশ টাকা দিয়ে এই জামাখানা। মূলত এই একটাই ভালো জামা তন্নির। পায়ে দুইশত টাকার জুতো আর হাতে ছোট একটা গিফট প্যাকেট। তাতে রয়েছে ঘড়ি। তিনশো টাকা দিয়ে কিনেছে তন্নি। এর থেকে বেশি দামী গিফট কেনার সামর্থ্য তার নেই। গেইট দিয়ে শত শত মানুষ ঢুকছে। সকলেই সুন্দর সুন্দর জামাকাপড় পড়ে এসেছে। হাতে বড়বড় গিফটের প্যাকেট। নিজেকে কেমন ছোট ছোট লাগছে তন্নির। তবুও ঢুকতে হবে। বেস্টফ্রেন্ডকে কথা দিয়েছে সে আসবে। না গেলে মন খারাপ করবে যে। মাথার ঘোমটা খানা আর একটু টেনে বুকে হাত দিয়ে বড় বড় করে দুবার শ্বাস টানে৷ তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যায়। গেইট দিয়ে প্রবেশ করতেই দারোয়ান তাকায় তন্নির পানে। কাচুমাচু তন্নি সালাম দেয় তাকে। লোকটা চিনে তন্নিকে। প্রতিদিনই বাড়ির সামনে এসে দাঁড়ায় অথৈয়ের জন্য। মাঝেমধ্যে তো দারোয়ানের সাথে গল্প জুড়ে দেয়। দুজনের বেশ ভাব দারোয়ান মোকলেছ এক গাল হেসে সালাম ফেরায় এবং বলে “এতো দেরি করে আসলে কেনো মামনি? " “ দেরি হয়ে গেলো চাচা। ভালো আছেন আপনি? " “আলহামদুলিল্লাহ ভালো আছি৷ যাও ভেতরে। ছোট মেমসাহেব হয়ত আপনার জন্য অপেক্ষায় আছে।" মুচকি হেসে পা বাড়ায় তন্নি। আসলেই অথৈ তার জন্য বসে থাকবে। বারবার বলেছে “ তন্নি তুই না আসলে আমি কেকই কাটবো না” সকাল থেকে অনেক বার কলও করেছে। বাড়ির মেইন ফটকে পা রাখতেই তন্নি এক অস্বস্তিকর ঘটনার সম্মুখীন হয়। একটা ছেলে একটা মেয়েকে চুমু খেতে যাচ্ছে। চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে পড়ে তন্নি। আপনা-আপনি মুখ থেকে বেরিয়ে আসে, “আসতাগফিরুল্লাহ"
Onk sundor hoice
Read all reviews on the Boitoi app
সত্যি বলতে আমার এক মায়াবতীর প্রেমে থেকে সিজন ২ টা পড়ে বেশি ভালো লাগছে এই গল্পের কাহিনী টা আমার কাছে আনেক গুছানো মনে হইছে, আর প্রতিটা চরিত্র কে ফুটিয়ে তুলছে,, আর অসাধারণ হইছে 🖤🖤