কী নিমর্ম পরিহাস। সুখের আশায় প্রেম-ভালোবাসা করে রেখাকে নিয়ে দেশান্তরি হয়েছিল দেলওয়ার। সেখানেও সুখ পায়নি। নিজের হাতে হত্যা করেছিল স্ত্রীকে। লোকচক্ষুর অন্তরালে গিয়ে মেয়েকে বড় করে তুলেও সে সুখের দেখা পায়নি। মেয়ে জড়িয়েছে কলঙ্কে। রাতের আধারে পালিয়েছে অন্যধর্মের যুবকের সাথে। বাবা হয়ে কী এসব মেনে নেওয়া সম্ভব? তাই নিজেকে বিসর্জন দিয়েছে আত্মহত্যার মধ্যদিয়ে। সমাজ ব্যবস্থায় এ ধরনের ঘটনা সত্যই হতাশাজনক। আমরা এমন মর্মান্তিক বিষয়গুলো কখনোই প্রত্যাশ করি না।