“এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে।” আনহার কথায় আরিশ আনমনে বলল, “অথচ আমি তোমার দিকে থেকে নজর সরাতেই পারি না।” “আমি এতটাও সুন্দরী না।” “আমি অন্য কারও চোখ দিয়ে তোমায় দেখিনি তাই তোমার সৌন্দর্য মাপতে বাটখারা নিয়ে বসতে পারব না।” “সাদা পাঞ্জাবিতে তোমাকে মন্দ লাগছে না।” “দেখছ না কেন তবে আমায়?” “কারণ আমি পুরুষ নই।” “ভালোবাসার মানুষকে দুচোখ ভরে দেখতে কি তবে পুরুষ হতে হয়?” আনহা মুচকি হেসে আরিশের নাকে টোকা দিয়ে বলল, “জি, এই যে তোমার মতো নির্লজ্জ পুরুষ হতে হয়।”
রিভিউ ইবুকঃ স্বর্ণালি সন্ধ্যায় লেখিকাঃ তানিয়া মাহি #নামকরণঃ স্বর্ণালি সন্ধ্যায় নামটা এক রাশ আবেগে আচ্ছন্ন করা সন্ধ্যার আলো আঁধারির মতো ছুয়ে যাচ্ছে সন্ধ্যার শীতল বাতাসের সাথে। #গল্পের_প্লটঃ রুফাইদা আনহা মিষ্টি মিশুক একটা মেয়ে। বাবা হারা মেয়েটা সংসারের হাল ধরতে পড়ালেখার পাশাপাশি কেকের বিজনেস করে। এক সন্ধ্যায় কেক ডেলিভারি দিতে গিয়ে আরিশ নামের ব্যাক্তির সঙ্গে পরিচয়। কয়েকদিনের পরিচয় এর মাধ্যমে কিভাবে দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠে। আবেগ আর ভালোবাসার এই টানাপোড়নে শেষ পযর্ন্ত কি দুইজন একই সুতোই বাধা পড়েছিলো নাকি ভালোবাসা হাওয়াই মিলিয়ে গিয়েছিলো বিচ্ছেদের এই শহরে। পুরো গল্প জুড়েই সুখ সুখ অনুভূতিরা ছড়িয়ে রয়েছে। স্বর্ণালি সন্ধ্যায় গল্পটি পড়ে সুখের হাসি হাসতেই হবে পাঠকদের। #প্রিয়_চরিত্রঃ আরিশ: ভালোবাসার মানুষদের কিভাবে খুশি রাখতে হয় পুরোটাই তার জানা। সুন্দর শব্দচয়ন এর মাধ্যমে ভালোবাসার মানুষের মন জয় করে নিতে পারে। আনহা : বাবাহারা মেয়েটা নিজের সৎ মা আর ভাই এর সাথে সাথে শ্বশুড়বাড়ির প্রতিটা মানুষকে আগলে রাখতে জানে। সৎ মায়ের সাথে একসময় তার সম্পর্ক একদম আপন মায়ের মতো গড়ে উঠে। আরিয়ান: মধ্যবিত্ত পরিবার এর ছেলে বলে প্রিয়তমার প্রতি গড়ে উঠা নিজের অনুভূতি লুকিয়ে রাখা এক ব্যক্তিত্ববান/প্রেমিক পুরুষ। শেষপর্যন্ত পড়তে হবে যদি এই চরিত্রটি সম্পর্কে জানতে চান। আরিশা : মিষ্টি চঞ্চলা মেয়ে যে ভাইয়ের বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসা, অনুভূতি বিসর্জন দিতে পারে। সে ও কি পেয়েছিলো তার ভালোবাসা? #প্রিয়_লাইনঃ "আপনাকে আমার ভাগ্যে লেখা হলে খুব খুব খুব তাড়াতাড়ি আমার হতে চলছেন রুফাইদা। আমি আমার বক্তিগত জিনিস আবার খুব বেশিদিন দূরে রাখতে পারি না।" “আমি যে বাজেভাবে আপনাতে ফেঁসে গেলাম রুফাইদা আনহা। আপনার মুচকি হাসিটা যে আমার হৃদয় কেড়ে নিল। আপনি অতি শিঘ্রই আমার হৃদয়ের মালিকানা গ্রহণ না করলে জানটাও যেতে হয়তো সময় নেবে না।” "সব ভালোলাগা, প্রিয়জনকে ছাড়া থাকতে না পারা আগে থেকে প্রকাশ করলে সেটাই হালাল সম্পর্কের ছোঁয়া থাকে না। সব ভালো থাকা কেন প্রেমেই থাকতে হবে? আমাদের ভালো থাকা বিয়ে থেকে শুরু হোক।" "ভালোবাসায় বাঁচিয়ে রাখবো আপনাকে। আপনি আমার প্রচন্ড শখের। এই শখ পূরণ হলে হারিয়ে যেতে দিবো না। কখনো না। যত্নে রাখবো আপনাকে।" পরিশেষেঃ ইবুক টা পড়ে অন্ততপক্ষে আপনাদের টাকা নষ্ট হবেনা এইটুকু গ্যারেন্টি দিতেই পারি একেবারে টানা গল্পটি পড়ে শেষ করেই রিভিউ লেখা শুরু করলাম। গল্পটি পড়ে এখন মনে হচ্ছে প্রচ্ছদের সাথে মিলে গেছে লেখা।
Read all reviews on the Boitoi app