১৩টি ভালোবাসার গল্প নিয়ে সাজানো হয়েছে "তোমার জন্য একমুঠো জোনাকি"। গল্পগুলি কখনো মিলনাত্মক, কখনো বিয়োগান্তক, কখনো বা হাস্যরসে ভরপুর। কখনো তাতে ছুঁয়েছে জাদুবাস্তবতা, কখনো বা প্রেম ছড়িয়ে পড়েছে জন্ম থেকে জন্মান্তরে। নানান স্বাদের রোমান্টিক গল্প পড়তে চাইলে "তোমার জন্য একমুঠো জোনাকি" পড়বার আমন্ত্রণ রইল।
দারুণ একটা ইবুক "তোমার জন্য একমুঠো জোনাকি"! শুরু থেকে শেষ- পুরো বইটাই পছন্দ হওয়ার মতো ভালোবাসার ১৩টি গল্প দিয়ে সাজানো হয়েছে। মিলনাত্মক, বিয়োগান্তক, হাস্যরস - নানান স্বাদের গল্পগুলো পড়তে খুব ভালো লেগেছে। গল্পগুলোর মধ্যে আইসড লাইলক, বৃষ্টিতে মধুমঞ্জরি, ভালোবাসার আংটি, সঙ্গিনী, মধুযামিনী, তোমার জন্য একমুঠো জোনাকী - বিশেষ ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
তাবাসসুম নাজ আপুর অসাধারণ একটা বই এটা।। ১৩ টা ছোট গল্প নিয়ে বইটা... ছোট ছোট গল্পগুলো ঝটপট পড়ে ফেলা যায়....জ্যামে বসেও দিব্যি পড়া যায়... বইয়ে গল্পের নামগুলো যেমন কিউট, তেমন পড়তেও খুব ভালো লাগে.. খুব খুনসুটিআলা প্রেমের গল্প যেমন আছে, তেমন মন কেমন করা গল্পও ২/৩ টা আছে।। খুব ভালো লেগেছে আইসড লাইলাক, মধুযামিনী, জনম জনম ধরে তব তরে কাদিব,মধুমঞ্জরি... সংগিনী পড়ে এত্ত হাহাকার লেগেছে বলার না।।বাকিগুলোও অসাধারণ। একটা কথা বলতে চাই - সূচিপত্র যোগ করলে ভালো হত। 😊
অসম্ভব সুন্দর ভালবাসার গল্পগুলো দারুন উপভোগ করলাম। প্রতিটি গল্প একে অন্যের থেকে আলাদা আর চমৎকার। কিছু কষ্টের, কিছু আনন্দের, কিছুটা রম্য আর কিছুটা তিব্র ভালবাসায় ভরা প্রাপ্তি অপ্রাপ্তির এক ভান্ডার এই ইবুক টি। আমার সবচেয়ে ভালো লেগেছে -- জনম জনম ভরে, শেষ চিঠি আর সাদিত ইরার চিঠি চালাচালি। ভালবাসার নানারকম অনুভুতির সাথে পরিচিত হতে চাইলে পড়ে ফেলুন নাজ আপুর এই চমৎকার ইবুকখানা।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এক মুঠো জোনাকি শুধু নয়,এ যেন এক মুঠো বিশুদ্ধ হাওয়া। ফুরফুরে করে দিলো মন। অনবদ্য লেখনী। হ্যাটস অফ, প্রিয় আপু।
Chomotkar boi....mon furfure hoye jachche pore...jodio shobgula golpoi romantic, tobe protiti e alada...konotar shongei konotar mil nei..