আমার অবচেতন মন অদ্ভুত সম্ভাবনার কথা মনে করিয়ে দিলো,এটা প্যারালাল ওয়ার্ল্ড। ট্র্যাপডোর দিয়ে আমি এক জগত থেকে আরেক জগতে ঢুকে পড়েছি। এক জগত থেকে আরেক জগতে প্রবেশের চাবি বা লুকানো দরজা হচ্ছে ট্র্যাপডোর। ব্যাপারটা ঘটেছে অতি স্বাভাবিক এবং সূক্ষ্মভাবে। দুটো ঘটনা যখন অ্যাটোসেকেন্ড মিলিয়ে অবিকলভাবে একটা আরেকটার ওপর প্রতিস্থাপিত হয়েছে,ঠিক তখুনি আমি এক জীবন থেকে আরেক জীবনে চলে এসেছি। আয়নায় পাখি নিজেকে দেখে গ্লাসে ঠোঁকরাতে থাকে। দুই জগতের হুবহু দুজন।